Hilsa price: জামাইষষ্ঠীর পরের দিনও চড়া দাম ইলিশের, কত দাম মাংসের? জানুন

Published : May 26, 2023, 12:16 PM IST
hilsa

সংক্ষিপ্ত

জামাইষষ্ঠীর দিনেও জামাইয়ের পাতে ইলিশ, খাসি দিতেই নাভিশ্বাস উঠেছে। জামাইষষ্ঠীর পরেও দিনও কমছে না দাম।

জামাইষষ্ঠীর পরের দিনও আগুন দর বাজারে। শুক্রবারও মাছ কিনতে গিয়ে হাত পুড়ল মধ্যবিত্তের। রাজ্য জুড়ে অল্প বিস্তর বৃষ্টি শুরু হলেও চড়া দাম ইলিশের। হাত পুড়ছে সবজির দামেও। জামাইষষ্ঠীর দিনেও জামাইয়ের পাতে ইলিশ, খাসি দিতেই নাভিশ্বাস উঠেছে। জামাইষষ্ঠীর পরেও দিনও কমছে না দাম। আজও ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশের দাম রয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা। চড়া দাম রুই, কাতলা মাছেরও। কেজি প্রতি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিকোচ্ছে রুই কাতলা মাছ। কই মাছের দাম ৪০০ থেকে ৫০০ টাকা কেজি। ভেটকি ৫০০ টাকা কেজি।

কত দাম কোন মাছের?

  • ইলিশ - ৮০০-৯০০ টাকা কেজি
  • রুই - ৪০০-৪৫০ টাকা কেজি
  • কাতলা - ৪০০-৪৫০ টাকা কেজি
  • কই - ৪০০-৫০০ টাকা কেজি
  • ভেটকি - ৫০০ টাকা কেজি
  • গলদা চিংড়ি - ৬০০-৭০০ টাকা কেজি
  • বাগদা চিংড়ি - ৪০০-৫০০ টাকা কেজি
  • ছোট চিংড়ি - ১০০ গ্রামের দাম ৩০ টাকা

অন্যদিকে দাম চড়ছে মাংসেরও। জামাইষষ্ঠীর পরের দিনও কমল না মাংসের দাম। কেজি প্রতি চিকেনের দাম উঠল ২১০ থেকে ২৩০ টাকা। গোটা মুরগির দাম ১৪৫ থেকে ১৫৮ টাকা। মাটনের দাম কেজি প্রতি ৭৭০ থেকে ৮২০ টাকা কেজি।

  • চিকেন - ২১০-২৩০ টাকা কেজি
  • গোটা মুরগি - ১৪৫-১৫৮ টাকা কেজি
  • মাটন - ৭৭০-৮২০ টাকা কেজি

 

PREV
click me!

Recommended Stories

কোন পথে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যত? শুক্রবার প্রকাশিত হবে SSC নবম-দশম ভেরিফিকেশন তালিকা
চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ