জামাইষষ্ঠীর দিনেও জামাইয়ের পাতে ইলিশ, খাসি দিতেই নাভিশ্বাস উঠেছে। জামাইষষ্ঠীর পরেও দিনও কমছে না দাম।
জামাইষষ্ঠীর পরের দিনও আগুন দর বাজারে। শুক্রবারও মাছ কিনতে গিয়ে হাত পুড়ল মধ্যবিত্তের। রাজ্য জুড়ে অল্প বিস্তর বৃষ্টি শুরু হলেও চড়া দাম ইলিশের। হাত পুড়ছে সবজির দামেও। জামাইষষ্ঠীর দিনেও জামাইয়ের পাতে ইলিশ, খাসি দিতেই নাভিশ্বাস উঠেছে। জামাইষষ্ঠীর পরেও দিনও কমছে না দাম। আজও ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশের দাম রয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা। চড়া দাম রুই, কাতলা মাছেরও। কেজি প্রতি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিকোচ্ছে রুই কাতলা মাছ। কই মাছের দাম ৪০০ থেকে ৫০০ টাকা কেজি। ভেটকি ৫০০ টাকা কেজি।
কত দাম কোন মাছের?
অন্যদিকে দাম চড়ছে মাংসেরও। জামাইষষ্ঠীর পরের দিনও কমল না মাংসের দাম। কেজি প্রতি চিকেনের দাম উঠল ২১০ থেকে ২৩০ টাকা। গোটা মুরগির দাম ১৪৫ থেকে ১৫৮ টাকা। মাটনের দাম কেজি প্রতি ৭৭০ থেকে ৮২০ টাকা কেজি।