পুজোর পরেও এত ছুটি নভেম্বরে? কবে বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস! রইল রাজ্যের ছুটির তালিকা

Published : Oct 28, 2024, 04:33 PM ISTUpdated : Oct 28, 2024, 04:34 PM IST

আর দুদিন পরেই শুরু হচ্ছে নতুন মাস। পুজোর মরশুম শেষের পথে। কিন্তু ছুটির তালিকা শেষ হচ্ছে না। জানেন কি এই নভেম্বরেও একাধিক ছুটি রয়েছে? দেখে নিন।

PREV
116

অক্টোবর প্রায় শেষ। তারপরই নতুন মাস। আর নতুন বছর শুরু হতে আর দু’মাসের অপেক্ষা মাত্র। বর্তমানে চলছে পুজোর ছুটি (Government Holiday)।

216

আসলে অক্টোবর মানেই তো উৎসবের মরশুম। তাই চলতি মাসে টানা ছুটি পেয়েছে ছাত্র-ছাত্রী থেকে সরকারি কর্মচারীরা (Government Employees)।

316

কিন্তু নভেম্বর মাসও কিছু কম যায়না যদিও। আগামী মাসেও রয়েছে একাধিক ছুটি। সঙ্গে শনি-রবিবার তো রয়েইছে।

416

নভেম্বর মাসে দীপাবলি, গোবর্ধন পুজো, ভাইফোঁটা, ছট পুজো এবং কার্তিক পূর্ণিমার মতো বিশেষ দিনগুলি পালিত হয়।

516

যদিও এবারে দীপাবলি পড়েছে অক্টোবর মাসের শেষ দিনে। ভাইফোঁটা ৩রা নভেম্বর পড়েছে। সেদিন রবিবার পড়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

616

তবে রবিবার হওয়ায় ভাইফোঁটার পরদিন সোমবার সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে। এরপর ৭ নভেম্বর ছট পূজা উপলক্ষে ছুটি থাকবে।

716

১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। এরপর ডিসেম্বর মাসে বড়দিন সহ একাধিক ছুটি তো থাকছেই।

816

একে একে চোখের নিমেষে পুজোর দিন গুলো শেষ হয়ে যাওয়ায় মন ভার হওয়া শুরু হয়েছে বাঙালির। কবে আবার মায়ের দেখা মিলবে সেই এক বছরের অপেক্ষায় এখন সকলে।

916

তবে মন খারাপ করে লাভ নেই। তার চেয়ে আগামী বছর দুর্গাপুজোয় কতগুলো দিন ছুটি মিলছে সেটা একবার দেখে নিন।

1016

২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি।

1116

শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি।

1216

এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর।

1316

কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের।

1416

এদিকে শেষের মতো বছরের শুরুর দিকেও থাকছে লম্বা উইকেন্ড। ২৫ সালে দোল পড়েছে ১৪ মার্চ (শুক্রবার)। তারপর শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকে।

1516

ফলে টানা তিনদিনের ছুটি। আবার ১৫ অগস্টও পড়েছে শুক্রবার। সেই সময়ও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

1616

একদিকে যেমন লম্বা ছুটি থাকবে আবার অন্যদিকে রবিবার পড়ায় অনেকগুলো দিন ছুটি মারও যাবে। ২০২৫ সালে প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার।

click me!

Recommended Stories