আর দুদিন পরেই শুরু হচ্ছে নতুন মাস। পুজোর মরশুম শেষের পথে। কিন্তু ছুটির তালিকা শেষ হচ্ছে না। জানেন কি এই নভেম্বরেও একাধিক ছুটি রয়েছে? দেখে নিন।
অক্টোবর প্রায় শেষ। তারপরই নতুন মাস। আর নতুন বছর শুরু হতে আর দু’মাসের অপেক্ষা মাত্র। বর্তমানে চলছে পুজোর ছুটি (Government Holiday)।
আসলে অক্টোবর মানেই তো উৎসবের মরশুম। তাই চলতি মাসে টানা ছুটি পেয়েছে ছাত্র-ছাত্রী থেকে সরকারি কর্মচারীরা (Government Employees)।
কিন্তু নভেম্বর মাসও কিছু কম যায়না যদিও। আগামী মাসেও রয়েছে একাধিক ছুটি। সঙ্গে শনি-রবিবার তো রয়েইছে।
নভেম্বর মাসে দীপাবলি, গোবর্ধন পুজো, ভাইফোঁটা, ছট পুজো এবং কার্তিক পূর্ণিমার মতো বিশেষ দিনগুলি পালিত হয়।
যদিও এবারে দীপাবলি পড়েছে অক্টোবর মাসের শেষ দিনে। ভাইফোঁটা ৩রা নভেম্বর পড়েছে। সেদিন রবিবার পড়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।
তবে রবিবার হওয়ায় ভাইফোঁটার পরদিন সোমবার সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে। এরপর ৭ নভেম্বর ছট পূজা উপলক্ষে ছুটি থাকবে।
১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। এরপর ডিসেম্বর মাসে বড়দিন সহ একাধিক ছুটি তো থাকছেই।
একে একে চোখের নিমেষে পুজোর দিন গুলো শেষ হয়ে যাওয়ায় মন ভার হওয়া শুরু হয়েছে বাঙালির। কবে আবার মায়ের দেখা মিলবে সেই এক বছরের অপেক্ষায় এখন সকলে।
তবে মন খারাপ করে লাভ নেই। তার চেয়ে আগামী বছর দুর্গাপুজোয় কতগুলো দিন ছুটি মিলছে সেটা একবার দেখে নিন।
২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি।
শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি।
এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর।
কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের।
এদিকে শেষের মতো বছরের শুরুর দিকেও থাকছে লম্বা উইকেন্ড। ২৫ সালে দোল পড়েছে ১৪ মার্চ (শুক্রবার)। তারপর শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকে।
ফলে টানা তিনদিনের ছুটি। আবার ১৫ অগস্টও পড়েছে শুক্রবার। সেই সময়ও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
একদিকে যেমন লম্বা ছুটি থাকবে আবার অন্যদিকে রবিবার পড়ায় অনেকগুলো দিন ছুটি মারও যাবে। ২০২৫ সালে প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার।