দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর অংশে হল ট্রলি ইনস্পেকশন, এ বছরে কি চালু হবে ইয়েলো লাইন?

Published : Oct 28, 2024, 12:06 PM IST

কলকাতা বিমানবন্দরে মেট্রো পরিষেবা চালু করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নোয়াপাড়া থেকে যশোহর রোড হয়ে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রোর ইয়েলো লাইন সম্প্রসারণের কাজ চলছে এবং ২০২৫ সালের মার্চ-এপ্রিলের মধ্যে এই অংশে যাত্রী পরিবহন শুরু হতে পারে।

PREV
110

ক্যাব, ট্যাক্সি কিংবা ভাড়ার গাড়িতে যদি কলকাতা বিমান বন্দর যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে তা হিসেব বহির্ভূত খরচ হবেই। কলকাতা বিমান বন্দর যাওয়ার খরচ সব সময়ই বেশি। তেমনই যাওয়া বেশ ঝক্কির।

210

যাত্রীদের সুবিধার খাতিরে তৈরি হচ্ছে নয়া মেট্রো। নোয়াপাড়া থেকে যশোহর রোড হয়ে দমদম ক্যান্টনমেন্ট হল মেট্রোর ইয়েলো লাইন।

310

মেট্রোর ইয়েলো লাইনের এই অংশ কিছুদিন আগেই যাত্রী পরিবহণের অনুমোদন পায় কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) দফতর থেকে। সেই মতো চলছে কাজ।

410

এই তিন স্টেশনের মধ্যে ট্রেন চলাচল সীমিত থাকলে সংস্থার পক্ষে সেটা লাভজনক হবে না বলে মনে করে সংশ্লিষ্ট বিভাগ। বরং দমদম ক্যান্টনমেন্ট হয়ে লাইনটিকে আরও সম্প্রসারিত করলে নোয়াপাড়া-বারাসত পর্যন্ত অংশ নিতে ৩০-৪০ হাজার যাত্রী যাতায়াত করবেন বলে প্রাথমিক ভাবে হিসেব কষা হয়েছে।

510

২০২৫ শেষ হওয়ার আগেই বিভিন্ন লাইন মিলিয়ে মেট্রোর বিস্তার ৯০ কিলোমিটার হবে। এমনই জানান সংস্থার জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।

610

বর্তমানে তা ৬০ কিলোমিটার। রেড্ডি কোনও নির্দিষ্ট অংশ চালুর কথা বলেলনি। তবে, সপ্তাহখানেক আগে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত অংশে রেকে এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর অংশে ট্র্যাক বরাবর ট্রলিতে ইনস্পেকশন করেন তিনি।

710

সে কারণেই আশা করা হচ্ছে হয়তো ২০২৫ সালের শুরু হবে ইয়েলো লাইন। এই নিয়ে বিশেষ বার্তা দিলেন সংস্থা।

810

মেট্রো সূত্রে খবর, ২০২৫ সালের মার্চ-এপ্রিলের মধ্যেই নোআপাড়া টু এয়ারপোর্ট যাত্রী পরিবহণের উপযুক্ত করে তোলা হবে।

910

এই অংশে যাত্রী পরিবহণ শুরু হলে কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি থেকে এয়ারপোর্ট যেতে অনেক সুবিধে হবে।

1010

সে যাই হোক, এখন শুধু অপেক্ষা। অনেকেই আশা করছেন ২০২৫ সালে চালু হবে পরিষেবা। তবে, এখনও মেলেনি নিশ্চিত খবর।

click me!

Recommended Stories