উৎসবের মরশুমের শুরুতেই জল যন্ত্রণায় বেহাল দশা শহর কলকাতার। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আটজনের। পুজোর মুখে মর্মান্তিক এই ঘটনায় মঙ্গলবারই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
25
নিহতদের পরিবারের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের
বুধবার সকালে নিহতদের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন ঠাকুরপুকুরের বাসিন্দা শুভ প্রামাণিক। বুধবার তার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।
35
মুখ্যমন্ত্রীর নির্দেশ
এদিকে শারদোৎসবের মুখে শহরবাসীর জমা জলের দুর্ভোগ অতি দ্রুত মেটাতে মঙ্গলবারই সমস্ত বিষয়টি তৎপরতার সঙ্গে দেখার নির্দেশ দেন রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন সকালে নিহতদের বাড়িতেও যান কলকাতা পুরসভার মেয়র। দেখা করেন তাঁদের পরিবারের সঙ্গে।
এদিকে প্রতিপদের রাতে আচমকা মেঘভাঙা বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র জলমগ্ন হয়ে পড়ে। বাড়িঘর থেকে রাস্তাঘাট, প্যাণ্ডেলে জল ঢুকে একেবারে টইটুম্বর অবস্থা। মঙ্গলবার সকাল থেকে জল সরাতে আসরে নামেন কলকাতার মেয়র থেকে রাজ্যের মন্ত্রীরা। তারপরও অবস্থা তথৈবচ। এই অবস্থায় উৎসবের শুরুতে জলযন্ত্রণা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।
55
নবান্নের তরফে খোলা হয় হেল্পলাইন
এদিকে বৃষ্টি বিপর্যস্ত শহরবাসীর ত্রাতায় নবান্নের তরফে খোলা হয় কন্ট্রোলরুম। কন্ট্রোলরুমের নম্বর হল - (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫। এ ছাড়াও টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে। সেগুলি হল— ৮৬৯৭৯৮১০৭০ ও ১০৭০।