পুজোয় আরও সস্তা কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, একবার রিচার্জ করলে কতদিন বৈধ থাকবে? জানুন এক ক্লিকে

Published : Sep 25, 2025, 07:34 AM IST

Kolkata Metro News: উৎসবের মরশুমে মেট্রোয় করে প্রতিমা দর্শন আরও সহজলভ্য। মেট্রো কার্ড নিয়ে এবার নয়া উদ্যোগ কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

PREV
15
পুজোয় মেট্রোর নতুন ভাবনা

শুরু উৎসবের মরশুম। পুজোর দিনগুলিতে মেট্রোয় সফর করার সময় কার্ড রিচার্জ করা নিয়ে হ্যাপা পোহানোর দিন শেষ। তৃতীয়াতেই মেট্রোর স্মার্ট কার্ড নিয়ে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য একগুচ্ছ নয়া পদক্ষের মেট্রো কর্তৃপক্ষের। 

25
স্মার্ট কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত

যাত্রীদের সুবিধার জন্য মেট্রো কার্ড নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের তরফে জানা গিয়েছে যে, এবার থেকে মেট্রো কার্ড রিচার্জ করলে তার মেয়াদ থাকবে ১০ বছর। অর্থাৎ মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে স্মার্ট কার্ড একবার রিচার্জ করলে তার মেয়াদ থেকে যাবে ১০ বছর পর্যন্ত। 

35
কবে থেকে উপলদ্ধ হবে এই সুবিধা?

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, চতুর্থীর দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে যাত্রীরা মেট্রোয় সফরকালে এই সুবিধা ভোগ করতে পারবেন। এমনকি এই কার্ডে বৃহস্পতিবারের পুর রিচার্জ করলেও একই সুবিধা উপভোগ করতে পারবেন যাত্রীরা। 

45
হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল?

এর আগে এতদিন পর্যন্ত মেট্রো কার্ডে রিচার্জ করলে তার মেয়াদ একবছর পর্যন্ত থাকত। ফলে ওই সময়ের মধ্যে কোনও যাত্রী যদি মেট্রোয় সফর না করতেন তাহলে তার সেই টাকা নষ্ট হয়ে যেত। যা নিয়ে যাত্রীদের মধ্যে একটা ক্ষোভও ছিল। তা দূর করতেই মেট্রোর নতুন এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

55
কমছে মেট্রো কার্ডের দামও

শুধু স্মার্ট কার্ডের বৈধতা বৃদ্ধিই নয়। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে কমছে মেট্রো কার্ডের দাম। আগে মেট্রো কার্ড কিনতে যেখানে খরচ হত ১৫০ টাকা। সেই খরচ কমে  গিয়ে এবার হয়েছে ১০০ টাকা। ফলে এবার থেকে মেট্রোর নতুন স্মার্টকার্ড কিনতে গেলে মাত্র ১০০ টাকা দিলেই হবে। সঙ্গে মিলবে ১০ বছরের বৈধতা। 

Read more Photos on
click me!

Recommended Stories