আরজি করের নির্যাতিতার শরীরে আর কার DNA? নির্দেশনামায় উত্তর দিলেন বিচারক

Published : Jan 21, 2025, 07:31 PM IST

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই রয়েছে গেছে অনেক প্রশ্ন। তার কিছু প্রশ্নের উত্তর দিল বিচারকের নির্দেশনামা। 

PREV
110
নির্দেশনামায় উত্তর

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই রয়েছে গেছে অনেক প্রশ্ন। তার কিছু প্রশ্নের উত্তর দিল বিচারকের নির্দেশনামা।

210
ডিএনএ

আরজি করের নির্যাতিতার দেহ থেকে সঞ্জয় রায় ছাড়াও আরও একজনের ডিএনএ পাওয়া গিয়েছিল। কিন্তু সেটি মহিলার।

310
মহিলা কে

ময়নাতদন্তের এই রিপোর্ট নিয়ে জলঘোলা হয়েছিল। প্রশ্ন উঠেছিল কে সেই মহিলা। অনেকেই বলেছিলেন সঞ্জয়ের সঙ্গে দুষ্মকর্মে জড়িত ছিল এক মহিলা।

410
নির্দেশনামায় অন্য কথা

আরজি কর হত্যাকাণ্ডের ১৭২ পাতার নির্দেশখানা দিয়েছে শিয়ালদহ আদালত। সেখানেও রয়েছে ডিএনএ প্রসঙ্গ।

510
নির্দেশনামায় বক্তব্য

নির্দেশনামায় বিচারক লিখেছেন, 'নির্যাতিতার শরীরে ১০০ শতাংশ মাত্রায় সঞ্জয়ের ডিএনএ মিলেছে। সঙ্গে সামান্য মাত্রায় পাওয়া গিয়েছে আর এক মহিলার ক্রোমোজ়োম।'

610
অন্য কেউ থাকার দাবি খারিজ

বিচারক ধর্ষণকাণ্ডে অন্য কেউ থাকার দাবি খারিজ করে দিয়েছেন। লিখেছেন, 'ময়নাতদন্তের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, ময়নাতদন্ত চলাকালীন গাফিলতির কারণেই এই বিপত্তি।'

710
সিবিআই-এর দাবিয়ে সায়

অপরাধে আরও কারও জড়িত থাকার জল্পনার বিপক্ষে শুরু থেকেই সিবিআইয়ের যুক্তি ছিল, ময়নাতদন্তের সময় সংশ্লিষ্ট চিকিৎসকের গাফিলতিতে কোনও ভাবে ওই ডিএনএ সংক্রামিত হয়ে থাকতে পারে। তাতেই মান্যতা দিয়েছেন বিচারক।

810
নির্দেশনামায় বক্তব্য

নির্দেশনামায় বলা হয়েছে, ময়নাতদন্তের ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, ময়নাতদন্ত কক্ষের মেঝেতে পড়ে রয়েছে আরও একাধিক দেহ। অভিযোগ, যে ট্রে-তে নির্যাতিতার দেহ রাখা হয়েছিল, সেটিও ভাল ভাবে জীবাণুমুক্ত করা হয়নি। তা ছাড়া, ভিডিয়োয় দেখা যাচ্ছে, ময়নাতদন্তের আলাদা আলাদা প্রক্রিয়ার আগে গ্লাভ্‌স কিংবা অ্যাপ্রন বদলাচ্ছেন না মর্গের ডোম। জীবাণুমুক্ত করা হচ্ছে না ছুরি, কাঁচিও।

910
বিচারকের তোপ

ময়নাতদন্তের সময় নির্ধারিত প্রোটোকলগুলি আদৌ মেনে চলা হয়নি। তাঁর মতে, চিকিৎসকদের দোষে নয়, বরং পরিকাঠামোর অভাবেই এই বিপত্তি।

1010
সাজা ঘোষণা

সোমবার আরজি কর হত্যাকাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও সঞ্জয়ের আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

click me!

Recommended Stories