তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জন্য ডাক পেয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে প্রয়োজনীয় নথি নিয়ে হাজিরা দেবেন। 

SIR-র এবারে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-র সাধারণ মানুষের পাশাপাশি বেশ কিছু টলিউড তারকাদেরও ডাকা হয়েছে। সেই তালিকায় আগেই ডাক পেয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, সৌমিতৃষা। আর এবার ডাক পেলেন তৃণমূলের আরও এক প্রাক্তন সাংসদ। জানা গিয়েছে, ডাক পেলেন মিমি চক্রবর্তী।

এসআইআর-র ডাক পাওয়া নিয়ে মিমি চক্রবর্তী জানান, ‘হ্যাঁ আমার কাছে এসআইআরের নোটিস এসেছে। আমি ৩১ জানুয়ারি অবশ্যই যাব। আমার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কসবা। সেখানে আমি ভোট দিই। সেখানেই আমাকে হয়ত যেতে হবে। যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে তাই নিয়েই যাব।’

প্রসঙ্গত, ২০১৯ সালের সক্রিয় রাজনীতিতে যোগ দেন। তৃণমূল নেত্রীর হাত ধরে তার এই অভিষেক ছিল অত্যন্ত চমকপ্রদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ আসন যাদবপুর থেকে প্রার্থী হন। সেখানে মিমি চক্রবর্তী রেকর্ড ভোট পেয়ে জয়লাভ করে লোকসভার সদস্য হন। রাজনীতিতে উল্লেখযোগ্য ছাপ ফেলেছিলেন।

শেষে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মিমি চক্রবর্তী লোকসভার সাংসদ পদ থেকে পদত্যাগ ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে মিমি চক্রবর্তী সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন। এখন তিনি আবারও পূর্ণসময়ের জন্য টলিউডের অভিনয় জগৎ এবং সৃজনশীল কাজে মনোনিবেশ করেছেন। শুক্রবার মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল।

সে যাই হোক, ফের প্রকাশ্যে এসআইআর নিয়ে নয়া তথ্য। এবার ডাক পেলেন মিমি। আগামী ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁকে। এবার SIR-র এবারে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী।