আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিলবে না মেট্রো, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রেন

Published : Nov 11, 2024, 11:11 AM IST

কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-এর রুট সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সংক্ষিপ্ত করা হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে এবং মহাকরণ পর্যন্ত চলবে।

PREV
110

চলবে মেট্রো নির্মাণের কাজ। সেই কারণে কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট সংক্ষিপ্ত করা হচ্ছে। রবিবার কলকাতা মেট্রোরেলের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।

210

আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিলবে না মেট্রো। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রুট সংক্ষিপ্ত করা হল বলে ঘোষণা মেট্রো রেলের। এই নিয়ে বিশেষ ঘোষণা করেছে মুখ্য জনসংযোগ আধিকারিক।

310

কলকাতা মেট্রোরেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলেন, গ্রিন লাইন ২-তে কিছু নির্মাণ কাজ হচ্ছে। সেই কারণে পুরো রুটে চলবে না মেট্রো।

410

সোমবার থেকে এই নির্দেশ কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত মেট্রো চালানো হবে। তবে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা।

510

এই রুটে সাধারণত প্রতিদিন সকাল ৬.৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত চলে মোট ১১৮টি মেট্রো। তবে, এখন থেকে ১৫০টি মেট্রো চালানো হবে। রবিবার দুপুর ২টো ১৫ থেকে রাত ৯.৫০ পর্যন্ত চলবে মোট ৪৬টি মেট্রো।

610

মেট্রোর এই বিজ্ঞপ্তি দেখে চিন্তা ভাঁজ যাত্রীদের কপালে। আজ থেকে চলবে না মেট্রো। তাও অনির্দিষ্ট কালের জন্য় বন্ধ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মেট্রো।

710

এসপ্ল্যানেড থেকে মেট্রো বদলে সরাসরি ব্লু লাইনের মেট্রো পাওয়া যায়। আবার গ্রিন লাইন ১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রুটের মেট্রো পেতে সমস্যা হয় না।

810

এখন মেট্রো মহাকরণ পর্যন্ত চলায় আপ ও ডাউনে সরাসরি ব্লু লাইনে মেট্রো পাওয়ায় সমস্যার মুখে পড়বেন যাত্রীরা।

910

অফিস টাইমে রুটে নজর কাড়া ভিড় হয়। তাতে চাপ আরও বাড়বে বলে মনে করছেন নিত্যযাত্রীরা।

1010

আপাতত সংক্ষিপ্ত হল মেট্রোর রুট। আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিলবে না মেট্রো। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ মেট্রো রেল।

click me!

Recommended Stories