আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিলবে না মেট্রো, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রেন
কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-এর রুট সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সংক্ষিপ্ত করা হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে এবং মহাকরণ পর্যন্ত চলবে।
চলবে মেট্রো নির্মাণের কাজ। সেই কারণে কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট সংক্ষিপ্ত করা হচ্ছে। রবিবার কলকাতা মেট্রোরেলের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।
আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিলবে না মেট্রো। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রুট সংক্ষিপ্ত করা হল বলে ঘোষণা মেট্রো রেলের। এই নিয়ে বিশেষ ঘোষণা করেছে মুখ্য জনসংযোগ আধিকারিক।
কলকাতা মেট্রোরেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলেন, গ্রিন লাইন ২-তে কিছু নির্মাণ কাজ হচ্ছে। সেই কারণে পুরো রুটে চলবে না মেট্রো।
সোমবার থেকে এই নির্দেশ কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত মেট্রো চালানো হবে। তবে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা।
এই রুটে সাধারণত প্রতিদিন সকাল ৬.৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত চলে মোট ১১৮টি মেট্রো। তবে, এখন থেকে ১৫০টি মেট্রো চালানো হবে। রবিবার দুপুর ২টো ১৫ থেকে রাত ৯.৫০ পর্যন্ত চলবে মোট ৪৬টি মেট্রো।
মেট্রোর এই বিজ্ঞপ্তি দেখে চিন্তা ভাঁজ যাত্রীদের কপালে। আজ থেকে চলবে না মেট্রো। তাও অনির্দিষ্ট কালের জন্য় বন্ধ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মেট্রো।
এসপ্ল্যানেড থেকে মেট্রো বদলে সরাসরি ব্লু লাইনের মেট্রো পাওয়া যায়। আবার গ্রিন লাইন ১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রুটের মেট্রো পেতে সমস্যা হয় না।
এখন মেট্রো মহাকরণ পর্যন্ত চলায় আপ ও ডাউনে সরাসরি ব্লু লাইনে মেট্রো পাওয়ায় সমস্যার মুখে পড়বেন যাত্রীরা।
অফিস টাইমে রুটে নজর কাড়া ভিড় হয়। তাতে চাপ আরও বাড়বে বলে মনে করছেন নিত্যযাত্রীরা।
আপাতত সংক্ষিপ্ত হল মেট্রোর রুট। আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মিলবে না মেট্রো। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ মেট্রো রেল।