Vande Bharat Train Update: নতুন বছরের শুরুতেই দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার থেকে মিলবে বন্দে ভারতের স্লিপার কোচের সুবিধা বাংলাতেই। কবে থেকে মিলবে এই পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
দিন যত যাচ্ছে ততই বাড়ছে বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা। নতুন বছরের শুরুতেই আরও একটি নতুন স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ। যদিও এর আগেও অনেকগুলি বন্দেভারত ট্রেন পেয়েছে বাংলা। আর এবার বিধানসভা ভোটের আগে মিলবে স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন পরিষেবা।
25
কবে থেকে মিলবে এই পরিষেবা?
সূত্রের খবর, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে বাংলায়। হাওড়া স্টেশন থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার কোচের নতুন এই ট্রেনটি। বন্দে ভারত হল ভারতের সেমি হাইস্পিড ট্রেন। অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় এই ট্রেনের গতি অনেকটা বেশি। আর এবার সেই যাত্রাই হবে আরও আরামদায়ক। বন্দে ভারত স্লিপারে শুয়ে শুয়েই যাত্রা করতে পারবেন যাত্রীরা।
35
নতুন ট্রেনের কথা ঘোষণা
সূত্রের খবর- বছরের প্রথম দিনই সাংবাদিক বৈঠক করে বাংলার জন্য স্লিপার কোচের বন্দে ভারত ট্রেনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানুয়ারি মাসেই কলকাতা থেকে গুয়াহাটি রুটের বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশন থেকে ছাড়বে সেই ট্রেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই স্লিপার কোচের ট্রেনের উদ্বোধন হলেও ঠিক কত তারিখ থেকে এই ট্রেন চলবে সেই বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যেতে পারে এই রুটের পরিষেবা।
55
বাড়বে ভাড়া?
ভারতের সেমি হাই স্পিড এই বুলেট ট্রেনের জনপ্রিয়তা দিন দিন যেভাবে বাড়ছে তাতে নতুন স্লিপার কোচের বুলেট ট্রেন আগামী ১৫-২০ দিনের মধ্যেই চালু হলেও তার ভাড়া বাড়ছে কীনা সেই বিষয়ে এখনও অবশ্য কিছু স্পষ্ট করে ঘোষণা করেনি রেল মন্ত্রক। যদিও নতুন এই ট্রেনের থার্ড এসির ভাড়া হবে ২৩০০ টাকা, সেকেন্ড এসি-র ভাড়া হবে ৩০০০ টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া হবে ৩৬০০ টাকা। মন্ত্রীর কথায়, মধ্যবিত্তের কথা মাথায় রেখেই এই ভাড়া ধার্য করা হয়েছে।