উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য চালু হল হেল্পলাইন নম্বর, যানজট নিয়ন্ত্রণেও কড়া নজর দিচ্ছে পুলিশ

পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই আজ শহরে সমস্ত রকমের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রাস্তায় চলছে অতিরিক্ত বাসও। পরিবহন দফতর সূত্র জানানো হয়েছে পরীক্ষার দিনগুলিতে ১৫টি রুটে অতিরিক্ত বাস চালাবে রাজ্য।

মঙ্গলবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সপ্তাহের ব্যস্ততম দিনে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় সে বিষয় বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুলিশ। পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বাস, মেট্রো চালানোর পাশাপাশি জোর দেওয়া হচ্ছে যানজট নিয়ন্ত্রণেও। শুধু তাই নয় মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর। কলকাতা ট্রেফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার শহরে কোনও মিটিং-মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই আজ শহরে সমস্ত রকমের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রাস্তায় চলছে অতিরিক্ত বাসও। পরিবহন দফতর সূত্র জানানো হয়েছে পরীক্ষার দিনগুলিতে ১৫টি রুটে অতিরিক্ত বাস চালাবে রাজ্য। বিশেষ এই বাসে লাগানো থাকবে পরীক্ষা স্পেশ্যাল বোর্ডও।

পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বর

Latest Videos

পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে কোনও রকমের অসুবিধার মুখে যাতে পড়ুয়াদের না পড়তে হয় তার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল লালবাজার। কোনও রকমের সাহায্যের জন্য এই নম্বরে ফোন করা যাবে। নম্বর গুলি হল- ১০৭৩, ১০০, ১১০, ১০৯০

পরীক্ষার্থীদের জন্য চালানো হবে অতিরিক্ত মেট্রো

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে আগামী শনিবার থেকেই থেকেই শহরে উচ্চমাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত চলবে অতিরিক্ত মেট্রো। আগামী ১৮ মার্চ ও ২৫ মার্চ চলবে এই অতিরিক্ত মেট্রো। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও দুপুর ৩টে থেকে বিকেল ৫টার মধ্যে এই অতিরিক্ত মেট্রো চলবে। দুই শনিবারই সকাল ৯টা ৫০ মিনিট ও ১১টা ৬ মিনিটে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে দুটি মেট্রো। আবার সকাল ১০টা এবং সকাল ১০টা ৫৫ মিনিটে কবি সুভাষ থেকে ছাড়বে দুটি অতিরিক্ত মেট্রো। দুপুরে দুপুর ৩টে ৪ মিনিট এবং বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ কবিসুভাষগামী দুটি অতিরিক্ত মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বরগামী ২টি বাড়তি মেট্রো ছাড়বে দুপুর ৩টে ১০ মিনিট এবং বিকেল ৪টে ১২ মিনিট নাগাদ।

মঙ্গলবার ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। শেষ হবে দুপুর ১টায়। আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। ইতিমধ্যেই এই পরীক্ষার জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে বলা হয়েছে ছাত্র-ছাত্রী বা পরীক্ষার্থীদের কী কী করতে হবে আর কী কী করতে হবে না। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ৮ লক্ষ ৫২ হাজার পড়ুয়া, গতবছররের তুলনায় ৭ হাজার বেশি। ছাত্রের সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৫৭১ জন । ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজার ১৩৫ জন। রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৩৪৯। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে বেলা ১টা ১৫ মিনিটে। এছাড়া প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে পরীক্ষাকেন্দ্র।

আরও পড়ুন - 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত, জানুন সূচি

আর দু'দিনের মধ্যেই ঝড় বৃষ্টি বঙ্গে, কোন কোন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা? জানুন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশিকা জারি, পরীক্ষা হলে মানতে হবে এই নিময়গুলি

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News