Human Trafficking: হোটেল ব্যবসার আড়ালে মানব পাচার? কলকাতার ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ারের বাড়িতে ইডি অভিযান

Published : Nov 07, 2025, 05:33 PM IST
Enforcement Directorate

সংক্ষিপ্ত

Human Trafficking: অভিযোগ আসছে, হোটেল ব্যবসার আড়ালে মানব পাচারের ছক কষা হয়েছে একাধিক জায়গায়। সেই সূত্রেই বেআইনিভাবে প্রচুর টাকার লেনদেনও হয়েছে বলে সূত্রের খবর। এদিন সকাল থেকে মানব পাচার মামলায়, মোট ৫-৬টি জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা।

Human Trafficking: দেশজুড়ে চলছে মানব পাচার? এবার কলকাতায় সক্রিয় ইডি আধিকারিকরা (human trafficking news 2025)। শহরের একাধিক ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়েছে তারা। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে সেই তল্লাশি অভিযান (human trafficking laws in india)। 

৫-৬টি জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা

অভিযোগ আসছে, হোটেল ব্যবসার আড়ালে মানব পাচারের ছক কষা হয়েছে একাধিক জায়গায়। সেই সূত্রেই বেআইনিভাবে প্রচুর টাকার লেনদেনও হয়েছে বলে সূত্রের খবর। এদিন সকাল থেকে মানব পাচার মামলায়, মোট ৫-৬টি জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। 

সেই তালিকায় কলকাতার তিনজন ব্যবসায়ীর বাড়ি এবং এক ইঞ্জিনিয়ারের বাড়িও রয়েছে। সেইসঙ্গে, ইডির একটি দল আবার শিলিগুড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। কলকাতার নাগেরবাজারে বসবাসকারী এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতেও ইডি জানা দিয়েছে। সল্টলেকের দুটি বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। 

সূত্র মারফৎ জানা যাচ্ছে, সল্টলেকে যার বাড়িতে ইডি হানা দিয়েছে, তাঁর মূলত হোটেলের ব্যবসা রয়েছে। শহরের একাধিক হোটেল এবং বারেরও মালিক তিনি। যদিও এই মানব পাচারের মামলাটি পুরনো একটি বিষয়। আজ থেকে কয়েক বছর আগে, বাগুইআটিতে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলার এফআইআর দায়ের করা হয়। 

নথিপত্র আদায় করার চেষ্টা চালায় ইডি

প্রাথমিকভাবে পুলিশি তদন্তের পর, মামলা যায় ইডির কাছে। শুক্রবার, সেই মামলায় প্রথম তল্লাশি অভিযানে বেরোন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, নাগেরবাজারের সেই সিভিল ইঞ্জিনিয়ার এবং সল্টলেকের ঐ ব্যবসায়ীদের উপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিলেন গোয়েন্দারা। 

তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে এইসব সংক্রান্ত নথিপত্র আদায় করার চেষ্টা চালায় ইডি। বেআইনি লেনদেনের বিষয়ে জানার জন্য ব্যাঙ্কের নথিও খতিয়ে দেখা হবে। তাছাড়া এই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করতে পারে ইডি।

মূলত, হোটেল ব্যবসার আড়ালে মানব পাচারের ছক কষা হয়েছে একাধিক জায়গায়। সেই সূত্রেই বেআইনিভাবে প্রচুর টাকার লেনদেনও হয়েছে বলে সূত্রের খবর। তাই শুক্রবার সকাল থেকে মানব পাচার মামলায়, মোট ৫-৬টি জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ