পুজোর সময় বাঁধব ছাড়া জীবন কাটাতে চান অনেকে। এই কটা দিন চেনা ছকের বাইরে বেরিয়ে এমন অনেক কিছু করে থাকেন যাতে তারাই পড়েন বিপদে। ঠিক যেমন পুজোর কদিন অনেকেরই চোখে পড়েছে বাইকের তাণ্ডব। হেলমেট ছাড়া বাইক চালানো থেকে উচ্চ গতিতে বাইক চালান থেকে থেকে চালাতে দেখা গিয়েছে অনেককে। এতে বেড়েছে দুর্ঘটনা সম্ভাবনা।