উৎসবের শেষলগ্নে সুরাপ্রেমিদের জন্য খারাপ খবর, রাজ্যজুড়ে ড্রাই-ডে! মিলবে না মদ

Published : Oct 01, 2025, 07:03 AM IST

WB Dry Day News: উৎসবের মরশুমের শেষলগ্নে সুরাপ্রেমিদের জন্য খারাপ খবর। দশমীতে রাজ্য জুড়ে মিলবে না মদের জোগান। ফলে আগে থেকে সুরা স্টক ছাড়া দশমীতে গলা ভেজানোর উপায় নেই। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ড্রাই ডে

উৎসবের মরশুম মানেই পে়টপুরে ভালোমন্দ খাওয়া সঙ্গে সুরাপ্রেমিদের একটু রঙিন জলে গলা ভেজানোর আনন্দ। বছরের এই পাঁচটা দিন দেদার হইহুল্লোড়, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে গলায় ঢালবেন না রঙিন পানীয় এমন সুরাপ্রেমি মানুষ খুঁজে না পাওয়া দুস্কর। কিন্তু উৎসবের শেষলগ্নে সুরাপ্রেমিদের জন্য খারাপ খবর। রাজ্যজুড়ে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। ফলে স্টক রাখা ছাড়া উপায় নেই। 

25
কবে মিলবে না মদ?

রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, একেই গান্ধী জয়ন্তী ২ অক্টোবর। তার উপর এবছর পড়েছে দশমী। ফলে ওই দিন বৃহস্পতিবার রাজ্যজুড়ে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। ফলে পুজোর শেষলগ্নে নবমীতে মদ স্টক করে রাখা ছাড়া উপায় নেই সুরাপ্রেমিদের। 

35
মদের দোকানে লম্বা লাইন

এদিকে মহালয়ার পর থেকেই উৎসবের আনন্দে একটু রঙিন পানীয়ের স্বাদ নিতে মদের দোকানগুলিতে লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, পুজো মানেই দেদার খাওয়া দাওয়া, বন্ধুবান্ধবদের সঙ্গে মজা করা। আর সেই মজার আনন্দে দশমীতেও যাঁদের গলা ভেজানোর পরিকল্পনা রয়েছে তাঁদের কিন্তু আগাম স্টক ছাড়া আর কোনও গতি নেই।

45
ড্রাই ডে-র নিয়মে বদল

২০১৬ সালের আগে রাজ্যজুড়ে অষ্টমীতে পুরোপুরি ভাবে বন্ধ রাখা হত মদের দোকান। সেই সঙ্গে বিজয়া দশমীতেও বিকেল ৫টার পর মিলত না মদ। কিন্তু ২০১৬ সালের পর থেকে সেই নিয়মে বদল আনে সরকার। রাজ্যজুড়ে কমিয়ে দেওয়া হয় ড্রাই ডে-র সংখ্যা। ফলে এখন নির্দিষ্ট কিছুদিনই বন্ধ থাকে মদের দোকান। 

55
দশমীতে বন্ধ মদের দোকান

একদিকে যেমন আবহাওয়ার পূর্বাভাস বলছে নবমী থেকেই আবহাওয়ার ফুল বদল। তুমুল বৃষ্টিতে ভাসবে উপকূলের জেলাগুলি। দশমীতেও রেহাই নেই। ফলে ওই দিন যারা বাড়ি বসে সুরা পান করবেন বলে ভাবছেন তাদের জন্যও দুঃসংবাদ। দশমীতেও রাজ্যজুড়ে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান।  

Read more Photos on
click me!

Recommended Stories