এদিকে মহালয়ার পর থেকেই উৎসবের আনন্দে একটু রঙিন পানীয়ের স্বাদ নিতে মদের দোকানগুলিতে লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, পুজো মানেই দেদার খাওয়া দাওয়া, বন্ধুবান্ধবদের সঙ্গে মজা করা। আর সেই মজার আনন্দে দশমীতেও যাঁদের গলা ভেজানোর পরিকল্পনা রয়েছে তাঁদের কিন্তু আগাম স্টক ছাড়া আর কোনও গতি নেই।