110

এদিন বিকেল বাড়তেই ধর্মতলা (Dharmatala) চত্বরে ভিড় জমাতে শুরু করেন প্রচুর সাধারণ মানুষ
এই ‘চিৎকার সমাবেশে’ বক্তব্য রাখেন একাধিক জুনিয়র ডাক্তার।
210
সমাবেশ থেকেই স্লোগান (Slogan) ওঠে
“উই ডিম্যান্ড জাস্টিস”। তাছাড়াও স্লোগান ওঠে, “প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই” এবং “আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না।”
310
এক জুনিয়র ডাক্তার (Junior Doctor) বক্তব্য রাখার সময় বলেন,
“গোটা বাংলায় মানুষের জোট তৈরি হয়েছে।”
410
তারা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন
জুনিয়র ডাক্তারদের কথায়, “এই বাংলাকে আপনারা চেনেন? যে বাংলা একজন নির্যাতিতার বিচার দিতে পারেনা? আজ বাংলার কী হাল হয়েছে দেখতে পাচ্ছেন?”
510
দাবি ওঠে 'তিলোত্তমা'-র বিচারের (justice)
সেইসঙ্গে, ১০ দফা দাবি আদায়ের বিষয়ে তারা অনড়।
610
জ্বালাময়ী বক্তব্য রাখেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)
বিচারের দাবিতে দিল্লীর বুকেও ধর্না দেওয়ার হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা।
710
স্লোগান দিতে শুরু করেন তারা
810
জুনিয়র ডাক্তাররা বলেন,
বাংলার মানুষ বিচার (Justice) চায়।
910
এতদিন হয়ে গেল, বিচার কোথায়?
1010
সবমিলয়ে, আবারও কলকাতা দেখল জোরালো প্রতিবাদ
জুনিয়র ডাক্তাররা রবিবার, ‘চিৎকার সমাবেশ’-এর মধ্য দিয়ে আবারও তাদের বার্তা পরিষ্কার করে দিলেন।