RG Kar Protest: দীপাবলির জোড়া কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের, উৎসবে থেকেও প্রতিবাদে সামিল হতে আহ্বান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন করেছিলেন উৎসবে ফেরার। কিন্তু কালী পুজোর দিনও আরজি কর ইস্যুতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন তাঁরা উৎসবেফিরলেও আন্দোলন চলবে।

 

Saborni Mitra | Published : Oct 31, 2024 11:30 AM IST

110
আরজি করের প্রতিবাদ কর্মসূচি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন করেছিলেন উৎসবে ফেরার। কিন্তু কালী পুজোর দিনও আরজি কর ইস্যুতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন তাঁরা উৎসবেফিরলেও আন্দোলন চলবে।

210
পাল্টা কর্মসূচি

দুর্গাপুজোর মতও কালীপুজোর দিনের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডক্তারর। জোড়া কর্মসূচির কথা জনিয়েছেন।

310
কালীপুজোর কর্মসূচি

দীপাবলি, কালীপুজো অর্থাৎ বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

410
দীপাবলির কর্মসূচি

দীপাবলিতে রঙ্গোলি এঁকে, প্রদীপ জ্বালিয়ে আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবেন বলেও জানিয়েছেন তাঁরা। একই আবেদন তাঁরা জানিয়েছেন দেশের মানুষের কাছে।

510
জুনিয়র ডাক্তারদের আবেদন

দেশের আপামর মানুষকে বিচারের দাবিতে তাঁদের কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে ডব্লিউবিজেডিএফ।

610
বৃহস্পতিবারের কর্মসূচি

জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বৃহস্পতিবারের জন্যও কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত ঘরের আলো নিভিয়ে রাখার আবেদন জনান হয়েছে। এই সময়টুকুর জন্য তাঁরা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে সামিল হতে আবেদন জানিয়েছেন।

710
দুই মিনিটের নীরবতা

একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা নির্যাতিতার বিচারের দাবিতে দুই মিনিটের নীরবতা পালনেরও আবেদন জানিয়েছেন।

810
ফানুস ওড়াতে আবেদন

জুনিয়র ডাক্তাররা চলমান আন্দোলনের প্রতীক হিসেবে ফানুস ওড়ানোর আবেদন জানিয়েছেন সাধারণ মানুষের কাছে।

910
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা

দীপাবলির এই কর্মসূচিতে অংশ নেবেন আরজি করের পড়ুয়ারাও। আরজি কর সেডিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পাশপাশি আরজি করের পডুয়াদের সংগঠনও সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহন করতে আবেদন জানিয়েছেন

1010
৮৩ দিনের আন্দোলন

গত ৯ অক্টোবর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতলর সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ। তারপর থেকেই বিচার সহ একাধিক দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। যা এখনও অব্যবহত।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos