বামেদের যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে এবার অর্থ সাহায্য ছাত্রছাত্রীদের! জোরালো টেক্কা 'মা' ক্যান্টিনকে?

নট আউট বামেদের অল্টারনেটিভ মডেল। যেন সমানে সমানে টেক্কা সরকার পরিচালিত ‘মা’ ক্যান্টিনকে। কারণ, যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে এবার অর্থ সাহায্য তুলে দিলেন অঞ্চলের ছাত্রছাত্রীরা। নেতৃত্বে ৯৬ নম্বর ওয়ার্ডের বাম ছাত্র সংগঠন এসএফআই নেতৃত্বরা। 

Subhankar Das | Published : Oct 30, 2024 10:05 AM IST / Updated: Oct 30 2024, 06:18 PM IST
114
সেই করোনা মহামারির সময় থেকে শুরু হয়েছিল বামেদের এই অভিনব উদ্যোগ

যাদবপুরের অন্তর্গত, ৯৬ নম্বর ওয়ার্ডের নানা প্রান্তে সর্বপ্রথম শুরু হয় এই কর্মসূচি। ভ্যানে করে কখনও খিচুড়ি কিংবা আবার ভাত, ডাল এবং ডিমের তরকারি নিয়ে বিজয়গড়ের নানা প্রান্তে দুঃস্থ ও শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে যেতেন ছাত্র-যুব কর্মীরা। 

214
এছাড়াও, বাপুজিনগরে শুরু হয় হয় অপর একটি রান্নাঘর

যেখান থেকে খাবার পৌঁছে যেত যাদবপুর স্টেশন চত্বরে।

314
অন্যদিকে, আরও একটি ওয়ার্ডে পরবর্তীতে এই উদ্যোগ নেয় বামেরা

৯৯ নম্বর ওয়ার্ডের রান্নাঘর থেকে খাবার পৌঁছে যেত রামগড় সহ এলাকার বিভিন্ন প্রান্তে। এটি শুরু হয় মূলত শ্রীকলোনি অঞ্চলে।

414
আর এই অল্টারনেটিভ মডেল এখন ১৭০০ দিনের দিকে এগোচ্ছে

শ্রমজীবী ক্যান্টিন থেকে প্রতিদিন প্রায় ২৫০-৩০০ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দুপুরের লাঞ্চ।

514
ঠিক যাদবপুরের কাছে নবনগরে অবস্থিত ‘জ্যোতিদেবী শ্রমজীবী ক্যান্টিন’ (Jadavpur Sramajibi Canteen)

রিকশা চালক থেকে শুরু করে এলাকার বহু মানুষ এবং কর্মসূত্রে এই অঞ্চলে আসেন, এমন অনেকেই রোজ দুপুরের খাবার এখান থেকেই নিয়ে থাকেন। ওদিকে আবার কাছেই সুলেখা মোড় সহ একাধিক জায়গায় সরকারি উদ্যোগে ‘মা’ ক্যান্টিনও শুরু হয়। এখনও শহরের না প্রান্তে সেগুলি চলছে। তবে অনেকের মতে, যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন আলাদাই একটা মাইলস্টোন তৈরি করতে পেরেছে।

614
ক্যান্টিনের উপরের তলায় রান্না হয়

আর নিচতলা থেকে ডিস্ট্রিবিউশন। মাত্র ২৫ টাকার বিনিময়ে, ভরপেট খাবারের ঠিকানা।

714
একাধিক ফেমবন্দী মুহূর্ত ক্যান্টিনের ভিতরে

সেইসঙ্গে, লড়াইয়ের বার্তাও দিচ্ছে বামেরা

814
একাধিক বিশিষ্ট মানুষজনও যুক্ত এই উদ্যোগের সঙ্গে

যেমন অভিনেত্রী ঊষশী চক্রবর্তী, সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র, নাট্যব্যক্তিত্ব এবং অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা রাহুল সহ আরও অনেকে। শুধু তাই নয়, প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদারও এসেছিলেন এই ক্যান্টিনে। 

914
শুধু তাই নয়, অনেকেই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত

কারও বাড়িতে কোনও অনুষ্ঠান থাকলে, তাদের অনেকেই সেই উদযাপন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে এসেই করে থাকেন।

1014
আবার কেউ দূরদূরান্তে বসে সরাসরি টাকা পাঠিয়ে দেন ক্যান্টিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে

মেনুতে কোনওদিন থাকে ভাত, ডাল এবং সবজি। আবার কখনও ভাত, ডাল এবং সোয়াবিনের তরকারি। কখনও আবার মাংস। এছাড়াও পোলাও এবং খিচুড়িও থাকে বিভিন্ন সময়ে।

1114
ক্যান্টিনের হেড কুক বনমালীবাবু

তিনি বলছেন, “অনেকদিন ধরে রয়েছি। ভালো লাগে এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে।"

1214
এবার সেই ক্যান্টিনেই অর্থ সাহায্য তুলে দিল এলাকার ছাত্রছাত্রীরা

কলকাতা পৌরসভার অন্তর্গত ৯৬ নম্বর ওয়ার্ডের একাধিক ছাত্রছাত্রীরা বুধবার, অর্থ সাহায্য তুলে দেন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন কর্তৃপক্ষের হাতে। তবে এই গোটা কর্মসূচির অগ্রভাগে ছিলেন এলাকার বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরাই

1314
কেউ কেউ নিজেরা টাকা জমিয়ে আবার কখনও এলাকায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেন তারা

এদিন সকালে অঞ্চলের বহু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন।

1414
তাদের সকলেই এই অর্থ সাহায্য করতে পেরে বেশ খুশি।

উপস্থিত ছিলেন সিপিএম নেতা অঞ্জন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চলের যুব নেতা রঙ্গন ঘোষ এবং এসএফআই নেত্রী কুশলী ভট্টাচার্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos