RG Kar Protest: সরকার মানবে জুনিয়র ডাক্তারদের ১০টি দবি? ধর্মতলায় ধর্না অব্যাহত

১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের ধর্মতলায় ধর্না অবস্থান চলছে। জুনিয়র ডাক্তারদের সময়সীমা শেষ হচ্ছে রাত ৯টার দিকে।

 

Saborni Mitra | Published : Oct 5, 2024 12:57 PM IST

110
জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ

ধর্মতলায় ধর্না অবস্থানে রয়েছে জুনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবিতেই চলছে এই অবস্থান বিক্ষোভ।

210
১০ দফা দাবিতে সামনে রেখে প্রতিবাদ

জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবিতে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসেছে রয়েছে। এখান থেকেই ঘোষণা হতে পারে পরবর্তী কর্মসূচি।

310
২৪ ঘণ্টা সময়সীমা

সরকারকে জুনিয়র ডাক্তাররা ২৪ ঘণ্টা সময় দিয়েছে। সেই দাবি মামা না হলে আমরণ অনশনের পথেই তারা যাবে বলেও জানিয়েছেন।

410
সময়সীমা শেষ

জুনিয়র ডাক্তাররা শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ সরকারে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তাঁরা ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন। আর্থাৎ আজ রাত সাড়ে আটটায় তাদের সময় শেষ হবে।

510
ঘড়ি নিয়ে এসে বার্তা

জুনিয়র ডাক্তারর মঞ্চে একটি পেল্লাই সাইজের ঘড়িও নিয়ে এসেছিল। সেখান থেকেই বলেছিল এই ঘড়ির কাঁটা ধরেই সরকারকে তারা সময় বেঁধে দিচ্ছে।

610
বাকি অল্প সময়

সরকারকে বেঁধে দেওয়া সময়সীমা প্রায় অতিক্রান্ত। বাকি রয়েছে অল্প সময়। কিন্তু এখনও পর্যন্ত সরকার তদের কিছু জানায়নি। জুনিয়র ডাক্তাররা কর্মস্থল অর্থাৎ হাসপাতালে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দবি জানিয়েছে। সেখানে ভয়ের পরিবেশ মুক্ত করারও দাবি রয়েছে।

710
কলকাতা পুলিশের কাছে অনুমতি

ধর্মতলায় এই কর্মসূচি থেকেই জুনিয়র ডাক্তাররা কলকাতা পুলিশকে মেল করে সেখানে ধর্না মঞ্চ করার অনুমতি চেয়েছিল শুক্রবার রাতেই।

810
কলকাতা পুলিশের উত্তর

যদিও কলকাতা পুলিশ এই ধর্নার অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পুজোর সময় ট্রাফিকের সমস্যা হবে। তাই অনুমতি দেওয়া হচ্ছে না। পাল্টা দুঃখ প্রকাশও করা হয়েছে।

910
কর্মবিরতি প্রত্যাহার

জুনিয়র ডাক্তাররা আগেই পূর্ণ সময়ের কর্মবিরতি প্রত্যাহার করেছে। ইতিমধ্যেই কাজে যোগও দিয়েছে।

1010
কিন্তু হুঁশিয়ারি

সরকার যদি তাদের ১০ দফা দাবি পুরণ না করে তাহলে তারা কর্মবিরতিতে যাবে না। জীবন দিয়ে দাবি আদায়ের পথেই হাঁটবে। শুরু হবে আমরণ অনশন। তবে কবে থেকে এই কর্মসূচি তা জানায়নি জুনিয়র ডাক্তাররা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos