তথ্যপ্রমাণ লোপাটের ষড়যন্ত্র সন্দীপ-অভিজিতের? সিবিআই-র হাতে মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট

অরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সিবিআইয়ের দাবি, জামিন দিলে তারা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।

Sayanita Chakraborty | Published : Oct 5, 2024 5:53 AM IST
110

কাকে আড়াল করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এখনও তা স্পষ্ট নয়। তবে, তারা যে কোনও কিছু আড়াল করার চেষ্টায় ছিলেন তা উঠে এসেছে তদন্তে।

210

অরজি করে তরুণী চিকিৎসককের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নেওয়ার জন্য আবেদন করেছে সিবিআই।

310

সিবিআই-র রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিবিআইয়ের দাবি, যেহেতু প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুজনেই প্রভাবশালী তাই তাঁদের জামি হলে সাক্ষীদের প্রভাবিত করবে। আরও প্রমাণ লোপাট করবে।

410

এদিকে প্রথম থেকেই আরজি কর তরুণীর মৃত্যুর ঘটনাকে অত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। কিন্তু কাকে আড়াল করতে এই চেষ্টা তা নিয়ে চলছে তদন্ত।

510

জেলে প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা তিন দিন ধরে জেরা করা হয়েছে। কিন্তু, সন্দীপ ও অভিজিৎ দুজনেই অসহযোগিতা করেছেন বলে অভিযোগ।

610

জানা গিয়েছে, টালা থানার ডিভিআর, সিসিটিভি, হার্ড ডিস্ক, মোবাইল ফোন সিএফএসএল আসা থেকে রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে তাতে জানা গিয়েছে প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেদিন ফোনে কথা বলেছিলেন। সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।

710

সে কারণে আরও জেরা করতে চায় সিবিআই। প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে জানতে চাইছেন কোন উদ্দেশ্যে এই কাজ করছে তারা।

810

তেমনই তথ্য প্রমাণ নষ্টের দায়ে আগেই অভিযুক্ত হয়েছেন সন্দীপ ঘোষ। টালা থানার সিসি ক্যামেকা ফুটেজ ও দুই অভিযুক্তের মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট সিবিআই-র হাতে এসেছে। যা খতিয়ে দেখা হচ্ছে

910

কেন তরুণীকে ধর্ষণ ও খুন করা হল তা জানতে চলছে তদন্ত। এদিকে আরজি করের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই কর্তারা জানতে পেরেছেন, নির্যাতিতার সঙ্গে সন্দীপ ঘনিষ্ঠ ব্যক্তিদের সমস্যা চলছিল।

1010

প্রায় ১ বছর ধরে হুমকি দেওয়া হচ্ছিল মেয়েটিকে। কিন্তু, সে তাতেও ভয় পায়নি। এই কারণেই কি তাঁকে খুন করা হয়, প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos