'শুধু অগণতান্ত্রিক নয় অসাংবিধানিকও' বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনার নিন্দায় সরব শহরের বুদ্ধিজীবী মহল

এজলাসে ঢুকতে না দেওয়ায় বিপর্যস্ত হয়েছে গোটা বিচার ব্যবস্থা। গোটা ঘটনাটি ফৌজদারি অপরাধ কি না সেবিষয়টিও বিচার্য বলেই জানিয়েছেন বিচারপতি মান্থা। ঘটনার তীব্র নিন্দা করেছে শহরের বুদ্ধিজীবী মহলও।

Web Desk - ANB | Published : Jan 11, 2023 4:37 AM IST / Updated: Jan 11 2023, 10:33 AM IST

বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ থেকে বয়কটের ডাক। বাড়ির সামনে কুরুচিকর পোস্টার, হাইকোর্ট চত্বরে নজির বিহীন বিশৃঙ্খলার তীব্র নিন্দা করছেন সর্বস্তরের মানুষ। ঘটনার বিরুদ্ধে স্বতঃপ্রণদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীদের একাংশও। এজলাসে ঢুকতে না দেওয়ায় বিপর্যস্ত হয়েছে গোটা বিচার ব্যবস্থা। গোটা ঘটনাটি ফৌজদারি অপরাধ কি না সেবিষয়টিও বিচার্য বলেই জানিয়েছেন বিচারপতি মান্থা। ঘটনার তীব্র নিন্দা করেছে শহরের বুদ্ধিজীবী মহলও।

কী বললেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়

গোটা ঘটনাকে অগণতান্ত্রীক বলে উল্লেখ করলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ঘটনা প্রসঙ্গে পরিচালক বলেছেন,'বিচার ব্যবস্থার উপর প্রশাসন যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে তা শুধু অগণতান্ত্রিক নয় অসাংবিধানিক ঘটনাও। একজন বিচারপতির উপর যদি কোনও ধরণের রাজনৈতিক বা প্রশাসনিক চাপ থাকে, তাহলে গণতন্ত্রের মূল ভিত্তি, বিচার ব্যবস্থার সার্বভৌমত্ত্বের উপর আঘাত আসছে। তাহলে বুঝতে হবে গণতন্ত্র ক্রমশ অবক্ষয়ী।'

কী বললেন অভিনেতা কৌশিক সেন

অভিনেতা কৌশিক সেন ঘটনার তীব্র নিন্দা করে বলেছন,'আগে যেটা হল অন্তত বিচার ব্যবস্থা ও বিচারপতিদের উপর রাজনৈতিক দলগুলো আঙুল তুলত না। কিন্তু এখন বিজেপি প্রায় সেটাকেও কিনে নিতে চাইছে। অন্যদিকে যে মুহূর্তে রাজ্য সরকারের ভুল ত্রুটিগুলো বিচার ব্যবস্থা তুলে ধরছে সঙ্গে সঙ্গে সেই বিচারপতিকে একরমের ব্ল্যাক লিস্ট করা হচ্ছে। অসোন্তোষ বরাবরই ছিল, সংঘাতও ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে প্রায় একটা সরাসরি মাঠে ময়দানে নেমে যুদ্ধ তৈরি হচ্ছে। এর ফলে যদি দেশের সাধারণ মানুষের কোনওভাবে বিচার ব্যবস্থার প্রতি আস্তাটা কমে যায়, সেটা কিন্তু কখনই ভালো হবে না।'

কী বললেন অভিনেতা বাদশা মৈত্র

গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা বাদশা মৈত্রও। তাঁর কথায়,'আমার মনে হচ্ছে এটা অনেকটা পঞ্চায়েত নির্বাচনের মতো। যেখানে আমরা ভোট পাবো না সেখানে ভোট দিতে দেব না। যে এজলাসে আমাদের পক্ষে রায় আসবে না সেই বিচারকের কাছে বিচার হতে দেব না। বিচার ব্যবস্থার ব্যবস্থার উপর যদি এই ধরণের আক্রমণ হয় তাহলে সাধারণ মানুষ কার দিকে তাকিয়ে ন্যায় বিচার চাইবে? তাই সাধারণ মানুষের স্বার্থেই এই ধরণের ঘটনা কঠোর হাতে দমন করা উচিত।'

বিচার রাজাশেখর মান্থার বাড়ির সামনে কুরুচিকর পোস্টার, বিচারপতির এজলাসের বাইরে পথ অবরোধ করে বিক্ষোভের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা ঘটনার তীব্র নিন্দা করে তিনি জানিয়েছেন,'বিচার ব্যবস্থাকে কখনও সন্ত্রস্ত করা যায় না, এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না।' রাজ্যপালের মন্তব্যকে সমর্থন জানালেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেছেন,'রাজ্যপাল একেবারেই সঠিক কথা বলেছেন।'

আরও পড়ুন - 

বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখার জন্য সবকিছু করতে হবে, বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভে উদ্বেগ রাজ্যপালের

মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ সৌজন্যে আপ্লুত রাজ্যপাল, রাজনীতির অলিন্দে আর কোথায় কি কি ঘটল

যোশীমঠ মামলা: 'প্রতিটি ক্ষেত্রে এখানে আসার প্রয়োজন নেই'- তাৎক্ষণিক শুনানি প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের

Share this article
click me!