আজ থেকেই শুরু হবে ঝড়-বৃষ্টি, কিন্তু কখন থেকে? বিশেষ খবর দিল আলিপুর আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতর জানাল সে আসছে। কিন্তু কবে! হাওয়া অফিস বলছে আজ অর্থাৎ ৫ তারিখ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কমতে চলেছে তাপপ্রবাহের দাপট।

Parna Sengupta | Published : May 5, 2024 9:21 AM IST
16

শনিবার রাতে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির দেখা মেলে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার মোটামুটি ভাবে কিছুটা কম ছিল।

26

জানানো হয়েছে রবিবার থেকে ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি হয়েছে।

36

পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুরে ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

46

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। ৫ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

56

রবিবারের পর বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। কখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০, কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ বেগে দমকা হাওয়া বইতে পারে

66

সোমবার উঠবে কালবৈশাখী ঝড়। এদিন ভারী বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কালবৈশাখীর সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos