KIFF 2023: 'দিদিকে দেখে সত্যি হিংসে হয়', চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে মমতার পাশে দাঁড়িয়ে বললেন সলমন খান

Published : Dec 05, 2023, 08:57 PM IST
KIFF 2023 Salman Khan praises Mamata Banerjee at the launch of  Kolkata International Film Festival bsm

সংক্ষিপ্ত

সলমন খান বলেন, 'আমার আগে যাঁরা বললেন আমাকে রীতিমত বিপর্যস্ত করে দিলেন। কারণত তাঁরা সবকিছু বলে দিয়েছেন 

মঙ্গলবার ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসেবর সূচনা হয়। শাহরুখ খান ও অমিতাভ বচ্চন উপস্থিত ছিলেন না। তবে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলমন খান। চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দেওয়ার জন্যই এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে নিজের ছবি ডায়লগ তুলে বলেন, 'একবার আমি কাউকে কথা দিয়ে দিলে তারপর আমি নিজের কথাও শুনি না।'

এদিন সলমন খানের আগে বক্তব্য শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা, মহেশ ভট্ট, অনিল কপূর। তারপরই বলতে ওঠেন, তখন তিনি বলেন, 'আমার আগে যাঁরা বললেন আমাকে রীতিমত বিপর্যস্ত করে দিলেন। কারণত তাঁরা সবকিছু বলে দিয়েছেন। আমার জন্য আর কিছুই বাকি রাখলেন না।' সলমন খান আরও বলেন, তিনি 'গতবার দিদি অনুরোধ করেছিলেন। আমি কথা দিয়েছিলাম বলেই আজ এখানে এলাম।' তারপরই ভাইজান নিজের ছবির পুরনো ডায়লগ বলেন।

সলমন খান তাঁর কলকাতা আসার আরও একটা কারণ উল্লেখ করেন এদিন। তিনি বলেন, 'আমি শুধু দেখতে চেয়েছিলাম যে দিলি আমার ছেকেও ছোট বাড়িতে থাকেন কিনা। কিন্তু গিয়ে দেখলাম সত্যি তাই। দিদিকে দেখে সত্যিই হিংসে হয়। কারণ দেখলাম তিনি সত্যিই আমার থেকেও ছোট বাড়িতে থাকেন।' এদিন তিনি অনিল কাপুর , মহেশ ভাটদের বিশাল বাড়ির কথাও উল্লেখ করেন। পাশাপাশি বলেন, তিনি বান্দ্রাতে গ্যালাক্সি অ্যাপর্টমেন্টে পরিবারের সঙ্গে থাকে। এদিন সলমন সেই কথা উল্লেখ করে বলেন, 'আসলে আমার ও দিদির মত সরল মনের মানুষদের জীবন যাপনের জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না।'

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে মমতা সলমন খানকে প্রত্যেক বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভাইফোঁটা, রাখি উৎসবের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলেন। সেই কথার প্রতিউত্তরে সলমন খান বলেন, শ্যুটিং করার জন্য তিনি বাংলায় ফিরে আসবেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর, পাল্টা দল তৈরি হুমকি দিলেন বিধায়ক
‘আগাম গ্রেফতারির’ নির্দেশ! হুমায়ুন কবীরকে বাগে আনতে কড়া পদক্ষেপ রাজ্যপালের