নতুন বছরে কি জাঁকিয়ে শীত পড়বে শহরে? জেনে নিন কী বলছে আবহাওয়া দফতর

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে শীত ফেরার ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার থেকে কয়েকদিন ধরে তাপমাত্রা কমবে এবং উত্তুরে হাওয়া বইবে। তবে কুয়াশার দাপট থাকবে, বিশেষ করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে।
Sayanita Chakraborty | Published : Dec 30, 2024 6:20 PM
110

বর্ষশেষে উধাও শীত। এই শীত আদৌ ফিরবে কি না তা নিয়ে সকলের মনে আছে প্রশ্ন। এবার তারই উত্তর দিল হাওয়া অফিস।

210

বড়দিন বা গত সপ্তাহ থেকে ঠান্ডা একেবারে গায়েব শীত। তবে, চলতি সপ্তাহে শীত ফেরার ইঙ্গিত দিল আলিপুর হাওয়া অফিস।

310

জানানো হয়েছে, মঙ্গলবার থেকে পর পর কয়েকদিন ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হবে। উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে ফের। তবে, কুয়াশার দাপট থাকবে।

410

মঙ্গলবার বেশি কুয়াশা থাকতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদায় কুয়াশার সম্ভাবনা আছে।

510

রাতে ও সকালের দিকে কুয়াশায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিটে নেমে আসতে পারে। কোথাও তা ৫০ মিটারের নামতে পারে।

610

কলকাতায় মঙ্গলবার থেকে পারদ কমবে। তিন থেকে সাড়ে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৭.৬ ডিগ্রি।

710

তেমনই জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীত বা কনকনে শীত অধরাই থাকবে বলে মনে করছেন সকলে।

810

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ এবং ৬ জানুয়ারি।

910

এদিকে জানা গিয়েছে, জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

1010

সব মিলিয়ে জাঁকিয়ে শীত না পড়লেও আগামী কাল থেকে কমতে পারে তাপমাত্রা। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos