আধ ঘন্টার মধ্যে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি এই সব জেলায়, একটুও কি কমবে প্যাচপ্যাচে গরম?

১৭ জুলাই আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ পূর্ব মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Parna Sengupta | Published : Jul 14, 2024 9:09 AM IST

শনিবার থেকে বর্ষণের দাপট কিছুটা কমলেও উত্তরের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এরই মাঝে আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হল। ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রাও। ওদিকে উত্তরে টানা বৃষ্টি চলছেই।

সোমবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ১৭ জুলাই আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ পূর্ব মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Latest Videos

রবিতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকার প্রভাবেই বৃষ্টি হচ্ছে। আজ ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আজ থেকে ১৯ জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একটু পরেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি শুরু হতে পারে। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে সতর্কতা। ওদিকে আজ ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তালিকায় রয়েছে মহানগরীও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ