- Home
- West Bengal
- Kolkata
- অফিস টাইমের ভিড়ে ভোগান্তির দিন শেষ! আরও বাড়ছে মেট্রোর সংখ্যা, কোন রুটে? জানুন এক ঝলকে
অফিস টাইমের ভিড়ে ভোগান্তির দিন শেষ! আরও বাড়ছে মেট্রোর সংখ্যা, কোন রুটে? জানুন এক ঝলকে
Kolkata Metro News: যাত্রীদের জন্য স্বাধীনতা দিবসের আগে বড় সুখবর। ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। আপ ও ডাউন দুই লাইনেই বাড়ছে মেট্রোর সংখ্যা। তবে কোন লাইনে মিলবে এই পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বাড়ছে মেট্রোর সংখ্যা
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। অফিস টাইমে ভিড় কমিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর দিতে এই উদ্যোগ। জানা গিয়েছে, মেট্রোযাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার, ১১ অগাস্ট থেকে সবুজ লাইন-১, সবুজ লাইন-২ ও বেগুনি লাইনে পরিষেবার সংখ্যা ও সময়সীমা বাড়ানো হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রী চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নিয়েছে।
কোন কোন লাইনে মিলবে এই পরিষেবার সুবিধা?
সবুজ লাইন-১ (শিয়ালদহ – সল্টলেক সেক্টর ফাইভ)
পরিষেবা সংখ্যা: ১০৮ (৫৪ আপ + ৫৪ ডাউন) — আগে ছিল ১০৬।সময়সীমা: সকাল ৬:৩৫ থেকে রাত ১০:০০ পর্যন্ত (আগে শুরু হত ৬:৫৫-এ)। প্রথম ট্রেন: সকাল ৬:৩৫ শিয়ালদহ থেকে, সকাল ৬:৪০ সল্টলেক থেকে। তবে রবিবারে কোনও পরিষেবা থাকবে না।
সবুজ লাইন-২
সবুজ লাইন-২ (হাওড়া ময়দান – এসপ্ল্যানেড)
পরিষেবা সংখ্যা: ১৩৪ (৬৭ আপ + ৬৭ ডাউন) — আগে ছিল ১৩০।সময়সীমা: সকাল ৬:৩০ থেকে রাত ৯:৫৩ পর্যন্ত (আগে শুরু হত ৭:০০-এ)।প্রথম ট্রেন: সকাল ৬:৩০ হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড উভয় দিক থেকে।রবিবারেও পরিষেবা স্বাভাবিক থাকবে।
বেগুনি লাইন
বেগুনি লাইন (জোকা – মাঝেরহাট)
পরিষেবা সংখ্যা: ৮০ (৪০ আপ + ৪০ ডাউন) — আগে ছিল ৭২। সময়সীমা: সকাল ৬:৫০ থেকে রাত ৯:১৪ পর্যন্ত (আগে শুরু হত ৭:৫৭-এ)।প্রথম ট্রেন: সকাল ৬:৫০ জোকা থেকে, সকাল ৭:১৪ মজেরহাট থেকে। শনিবার ও রবিবার কোনও পরিষেবা থাকবে না।
কবে থেকে মিলবে এই পরিষেবা?
এই বিষয়ে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আগামী ১১ অগাস্ট অর্থাৎ সোমবার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। যা যাত্রীদের ভিড় সামলাতে ও ভ্রমণ আরও সুবিধাজনক করতে সহায়ক হবে। ফলে অফিস টাইমে অতিরিক্ত ভিড়ের কারণে এবার থেকে যাত্রীদের আর মেট্রো মিস হবে না। এমনটাই আশা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

