- Home
- West Bengal
- West Bengal News
- সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
WB Weather Update: সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল হলেও বেলা বাড়তেই হতে পারে হাওয়া বদল? সপ্তাহান্তে কেমন থাকবে শহর ও শহরতলির আবহাওয়া? আবহাওয়ার সম্পূর্ণ আপডেট জানতে চোখ রাখুন ফটো গ্যালারিতে…

কেমন থাকবে আজকের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমি অক্ষরেখা বর্তমানে ফেরোজপুর, চণ্ডীগড়, দেরাদুন, খেরি, পাটনা, বাঁকুড়া, দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশ ও বাংলাদেশ–পশ্চিমবঙ্গ উপকূলের উপর উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে।
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় ৭–২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?
দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির কারণে জল জমে যাতায়াতে বিঘ্ন, গাড়ি চলাচলে সমস্যা এবং কিছু কাঁচা বাড়ি ও রাস্তার ক্ষতি হতে পারে। পাহাড়ি ও জলপ্লাবিত এলাকা এড়িয়ে চলা এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
আগামী তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলাতেও।
কলকাতার আবহাওয়া
মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সকাল থেকে বিকেলের মধ্যে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কমবে বৃষ্টির পরিমাণ
শনিবার থেকে কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনি ও রবিবার ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে। যারফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দক্ষিণের জেলাগুলিতেth।

