দিনে-দুপুরে খাস কলকাতায় গুলি? দক্ষিণ কলকাতায় বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক

ফের একবার কলকাতায় শুটআউট। লেক থানা এলাকায় এক তরুণীকে গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক।

Subhankar Das | Published : Jul 3, 2024 3:17 PM IST

ফের একবার কলকাতায় শুটআউট। লেক থানা এলাকায় এক তরুণীকে গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক।

খাস কলকাতায় আবার চলল গুলি। বলা যেতে পারে, একটি সম্পর্কের ইতি হল এই ঘটনায়। লেক থানা এলাকায় একজন তরুণীকে গুলি করে, পরে নিজেই আত্মঘাতী হলেন এক যুবক। আহত তরুণীকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক।

Latest Videos

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দুটো নাগাদ সেই যুবক এবং তরুণী ঘর ভাড়া নেন। বজবজের বাসিন্দা রাকেশ কুমার এবং নিক্কু কুমারী দুবে এই দুজন সেই ঘর ভাড়া নেন। ঐ গেস্ট হাউসের ৩০১ নম্বর ঘরে ওঠেন তারা দুজন। কিছুক্ষণ পর হটাৎই ওই ঘরে গুলি চলার আওয়াজ শুনতে পান কেয়ারটেকাররা।

সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় সেই ঘর থেকে বেরিয়ে আসেন নিক্কু। গেস্ট হাউসে রিসেপশনের দায়িত্বে থাকা কর্মীকে নিক্কু কুমারী দুবে জানান যে, রাকেশ নিজেকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। তাঁর পেটে গুলি লাগে। তিনি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। অন্যদিকে, গেস্ট হাউসের এক কর্মীর দাবি, নিক্কুও যথেষ্ট জখম ছিলেন।

তাঁকে উদ্ধার করে তখনই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন আছেন ওই তরুণী।

এদিকে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরাও চলে যান ঘটনাস্থলে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর বন্দোবস্ত করেন তারাই। নিহত যুবকের কাছে নাইন এমএম-এর একটি পিস্তল ছিল। সেটি দিয়েই তরুণীকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান তিনি।

তারপর নিজে আত্মঘাতী হন। খাস কলকাতায় দিনেরবেলা এইরকম গুলি চলার ঘটনায় রীতিমতো তাজ্জব সবাই। ওই তরুণ এবং তরুণীর মধ্যে কী সম্পর্ক ছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেইসঙ্গে, আগ্নেয়াস্ত্রটিই বা কোথা থেকে জোগাড় করেছিলেন সেই তরুণ, তাও তদন্তসাপেক্ষ বিষয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশকর্তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari | 'কে বলেছে পুজো থেকে বিরত থাকতে...' পুজোর উদ্বোধনে এসে ধুয়ে দিলেন শুভেন্দু
আক্রান্ত জুনিয়র ডাক্তাররা! ফের কর্মবিরতি প্রত্যাহার! দেওয়া হলো ২৪ ঘণ্টা আল্টিমেটাম! | RG Kar Protest
RG Kar দুর্নীতি মামলায় আশীষ পান্ডে-কে ৩ দিনের সিবিআই হেফাজত আলিপুর সিবিআই স্পেশাল কোর্টের
Mamata Banerjee Live: দক্ষিণ কলকাতার এক গুচ্ছ দুর্গাপুজোর উদ্বোধনে মমতা, দেখুন সরাসরি
ত্রাতার ভূমিকায় Bharati Ghosh! Ghatal-এর Mansuka বন্যা কবলিত মানুষদের পাশে সর্বভারতীয় মুখপাত্র