Kolkata Derby: ময়দানে ডুরান্ডের টিকিটের কালোবাজারি, ইস্টবেঙ্গল ক্লাবের সামনে থেকে গ্রেফতার দুই

ডুরান্ড কাপের টিকিটে চলচে ভয়াবহ ব্ল্যাক। শনি-রবিবার কলকাতায় ফুটবল-ক্রিকেটের বড় ম্যাচ ঘিরে বড় অপরাধচক্রের অভিযোগ সামনে এল।

ডুরান্ড ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। টানটান উত্তেজনার মাঝেই টিকিটের হাহাকার। ডুরান্ড কাপের টিকিটে চলচে ভয়াবহ ব্ল্যাক। শনি-রবিবার কলকাতায় ফুটবল-ক্রিকেটের বড় ম্যাচ ঘিরে বড় অপরাধচক্রের অভিযোগ সামনে এল। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের সামনে থেকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে টিকিট ব্ল্যাক করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ধৃতেদের মধ্যে রয়েছেন, অজয় শেঠ (৪৯), মুশির আহমেদ (৪৯), ওমপ্রকাশ শেঠ (৫১) ও মহম্মদ রশিদ (৫৩)। ইস্টবেঙ্গল ক্লাবের সামনে লেসলি ক্লডিয়াস সরণী থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মোহনবাগান ফাইনালে যাওয়ার পর থেকেই উত্তেজনার পারদ কয়েকগুণ বেড়ে গয়েছিল সমর্থকদের মধ্যে। বৃহস্পতিবার ভোর থেকেই টিকিটের জন্য লম্বা লাইন দেখা যায় দুই ক্লাবের সামনে। তবে ঝড় জল বৃষ্টিতে ভিজে ভোর রাত থেকে লাইন দিয়েও অনেকেই টিকিট পাননি বলে অভিযোগ জানান। অনলাইনে টিকিট বিক্রি না হওয়ায় স্বাভাবিকভাবেই চাপ আরও বাড়তে থাকে। এদিকে প্রথমদিনের পরই সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘোষণা করে ডুরান্ড কর্তৃপক্ষ। সমাজ মাধ্যমে 'সোল্ড আউট' বলে জানিয়ে দেওয়া হয় ডুরান্ডের পক্ষ থেকে।

Latest Videos

অন্যদিকে ঠিক কত টিকিট বিক্রি হয়েছে সেবিষয়ও জানাতে রাজি নয় ডুরান্ড কতৃপক্ষ। শুধু গতবারের তুলনায় এবার সামান্য বেশি টিকিট দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। তবে সূত্রের দাবি এখনও বেশ কিছু টিকিট রয়েছে। সেই টিকিট বিক্ষিপ্তভাবে ছাড়া হতে পারে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। তবে গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে দুই ক্লাবের সমর্থকরা। শনিবার সকাল থেকেই ময়দানে ভিড় জমতে থাকে সমর্থকদের। বেলা ১১টার পর থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা ক্লাবের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়েও তারা অনেকেই টিকিট পাননি। অবশেষে ইতিহাস গড়ে ময়দানের রাস্তায় একসঙ্গে বিক্ষোভ দেখালেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের সমর্থকরা। একসঙ্গে পথ অবরোধ করল লাল-হলুদ ও সবুজ-মেরুণ ক্লাবের সমর্থকরা।

অন্যদিকে দুই ক্লাবেরই বক্তব্য, এ বার ডার্বির যা উন্মাদনা, তাতে টিকিট যে পড়ে থাকবে না, সেটাই স্বাভাবিক। দীর্ঘ লাইন থাকবে, টিকিট ছাড়া মাত্রই সব বিক্রি হয়ে গিয়েছে।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba