RG Kar Case: ফাঁসি কাঠে ঝুলতে পারে সন্দীপ-অভিজিৎ, জামিন খারিজ করে কড়া পর্যবেক্ষণ কোর্টের

Published : Sep 28, 2024, 04:12 PM ISTUpdated : Sep 28, 2024, 04:23 PM IST

সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শিয়ালদহ কোর্ট। শুধু তাই নয়। আদালতের পর্যবেক্ষণও যথেষ্ট কড়া। 

PREV
110
সন্দীপ ঘোষ

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। আরজি করের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণকাণ্ডে বর্তমানে তিনি জেলে। আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর জীবন বিপর্যস্ত।

210
সময় খারাপ

আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিপর্যস্ত সন্দীপের জীবন। ফাঁড়া কিছুতেই কাটছে না। প্রথমেই পদ খোয়াতে হয়েছে। বর্তমানে নামের আগে থেকে কাটা গেছে ডাক্তার লেখার অধিকারই। এবার শিয়ালদহ কোর্টের কড়া পর্যবেক্ষণ।

310
আদালতে পেশ

আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে শনিবার সন্দীপ ঘোষ ও টালা থাকার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করা হয়েছিল। তারা দুজনেই জামিনের আবেদন জানায়।

410
জামিনের আবেদন খারিজ

সন্দীপ ও অভিজিতের জামিনের আবেদন খারিজ করে দেয় শিয়ালদহ কোর্ট। তবে এখানেই শেষ নয়।

510
আদালতের পর্যবেক্ষণ

সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে নিয়ে আদালতের কড়া পর্যবেক্ষণ। আদালত বলেছে, ফাঁসি পর্যন্ত হতে পারে।

610
আদালতের পর্যবেক্ষণ

আদালত বলেছে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। তাঁদের সমাদিক অবস্থান, প্রভাব বিবেচনা করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

710
আদালতের বক্তব্য

আদালত বলেছে, কেবল বিরলের মধ্যে বিরলতম ধটনাগুলিতেই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হতে পারে। তাই অভিযুক্তদের কখনই মুক্তি দেওয়া উচিৎ হবে না।

810
৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানি

আদালত সন্দীপ ও অভিজিৎকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। দুজনেই জামিনের আবেদন করেছিলেন।

910
সন্দীপের নার্কো পরীক্ষা

আদালতে সন্দীপদের পলিগ্রাফ এবং নারকো পরীক্ষার শুনানির জন্যও আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ৩০ তারিখ পরবর্তী শুনানির দিন এই সংক্রান্ত শুনানি হবে শিয়ালদহ আদালতে।

1010
ক্যামেরার শুনানিতে নয়

এই মামলার শুনানি ক্যামেরার নজরদারিতে করার আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় সংস্থার তরফে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারক জানিয়েছেন, আপাতত খোলা কোর্টেই শুনানি চলবে।

click me!

Recommended Stories