প্রতিবাদ সভায় অভায় নাম করে বিভিন্ন বক্তব্য রেখেছিলেন তৃণমূলের নেতারা। এভাবে প্রকশ্যে অভয়ার নাম বলার অভিযোগে ওই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।
শুক্রবার সন্ধ্যায় ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ-র নেতৃত্বে বাঁকুড়ার ওন্দা ব্লকের রামসাগর বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভার আয়োজিয় হয়েছি। সেখানে বিস্ফোরক দাবি করেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস দে।
এই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ, ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা অরূপ খাঁ-র ভাইপো অভিরূপ খাঁ, তৃণমূলের জেলা কমিটির সদস্য শেষ শাহজাহান সহ একাধিক তৃণমূল নেতা। এদিন ঘটনার তাঁরা তীব্র সমালোচনা করেন। সেই সঙ্গে এক বিশেষ দাবি করেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস দে।
তাঁর দাবি আরজিকর হাসপাতালে সিপিএম এবং বিজেপির হার্মাদ বাহিনী চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য, রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ড্রাগের নেশা করিয়ে, অভয়ার শরীরে ড্রাগ পুশ করে দিয়ে তাঁর ওপর পাশবিক অত্যাচার করে, ধর্ষণ করে, তাঁকে মেরে ফেলা হয়। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তদন্তভার সিবিআই-র হাতে তুলে দিয়েছেন।
এরপর থেকে শুরু হয়েছে রাজনৈতির তরজা। এদিন প্রতিবাদ সভায় অভায় নাম করে বিভিন্ন বক্তব্য রেখেছিলেন তৃণমূলের নেতারা। এভাবে প্রকশ্যে অভয়ার নাম বলার অভিযোগে ওই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। একই দাবি বাম-কংগ্রেসেরও। সব মিলিয়ে বিপাকে তৃণমূল নেতা। প্রকাশ্যে নির্যাতিতার নাম করায় সকলেই সমালোচনা করেছে তাঁর। এদিকে সারা রাজ্য জুড়ে এখনও চলছে প্রতিবাদ মিছিল। সকলেই ন্যায় বিচার পাওয়ার আশায় অপেক্ষারত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।