Kolkata Metro: পুজোর আগেই দারুণ খবর, এবার মেট্রো চলবে ৬ মিনিট অন্তর, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত

Published : Sep 20, 2025, 03:55 PM IST

পুজোর মুখে ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের জন্য সুখবর। ব্যস্ত সময়ে এখন ৬ মিনিট অন্তর মেট্রো চলবে এবং দৈনিক ট্রিপের সংখ্যা ১৮৬ থেকে বাড়িয়ে ২২৬ করা হয়েছে। মহালয়া উপলক্ষেও রবিবার সকাল ৭টা থেকে বিশেষ পরিষেবা চালু থাকবে।

PREV
15

পুজোর মুখে মেট্রোযাত্রীদের জন্য দারুণ খবর। ব্যস্ত সময় এবার ৮ মিনিটের বদলে মেট্রো চলবে ৬ মিনিট অন্তর। এবার ৬ মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল ইস্ট ওয়েস্ট মেট্রো। সঙ্গে বাড়ানো হল ট্রিপ। এবার থেকে এই লাইনে ১৮৬টির বদলে ২২৬টি মেট্রো ট্রিপ চলবে।

25

শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি করে একথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আজ শনিবার থেকেই এই বর্ধিত পরিষেবা চালু হবে। প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। এবার সোমবার থেকে শনিবার প্রতিদিন ১৮৬টির বদলে ২২৬ ট্রিপ মেট্রো চলবে।

35

তেমনই রবিবার মহালয়া উপলক্ষে খুব ভোরেই চালু হয়ে যাবে মেট্রো। বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। সাধারণত রবিবার ১০৪টি মেট্রো চলে এই লাইনে। তার বদলে আগামীকাল মোট ১৩৬টি পরিষেবা চালানো হবে। হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টায় পাওয়া যাবে, যা সাধারণত সকাল ৯টায় শুরু হয়।

45

সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টা পাওয়া যাবে। তবে, পুজোর ভিড়ের কথা মাথায় রেখে মেট্রোর এই ব্যবধান কমিয়ে আনা হল বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। তেমনই শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটেও মেট্রোর ব্যবধান কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

55

এদিকে কবি সুভাষ স্টেশন বন্ধেরপর থেকে মেট্রোর সমস্যা বেড়েই চলেছে। ব্লু লাইনে তো নিত্যদিন সমস্যা। এমনকী, পরপর দুদিন বিভ্রাট হয়েছে গ্রিন লাইনেও। এখন পুজোর সময় সুষ্ঠ ভাবে মেট্রো চালানো কর্তৃপক্ষের কাছে চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories