Fire News: মাঝরাতে দাউদাউ করে জ্বলে উঠল কাগজের গোডাউন, কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড!

সংক্ষিপ্ত

ভয়াবহ অগ্নিকাণ্ডে ফের আতঙ্কের শিকার শহরবাসী। 

১১ অগাস্ট, শুক্রবার দিনের শুরুতেই আগুন লেগে গিয়েছিল বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি পুরনো বাড়িতে, আর মাঝরাতে আবার ভয়াবহ আগুন লাগল কলকাতারই একটি কাগজের গোডাউনে (Fire News)। শুক্রবার মধ্যরাতে, অর্থাৎ, শনিবারের দিন শুরু হওয়ার একেবারে প্রাক্কালেই গুরুদাস দত্ত গার্ডেন লেনের ওই গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। কারখানা চত্বরে হইচই পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দেখতে পাওয়া গিয়েছিল প্রায় রাত ১ টা নাগাদ। সঙ্গে সঙ্গে স্থানীয় দমকলে খবর দেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের প্রায় ১০টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাওয়ার পর ভোররাতের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। 

গুরুদাস দত্ত গার্ডেন লেনে ওই কাগজের গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ জমে থাকে, কাগজ এবং কার্টনের স্তূপের মধ্যেই আগুন লেগে গিয়েছিল বলে জানা যায়। দুর্ঘটনার সময় ওই কারখানার ভেতরে কয়েকজন শ্রমিকও ছিলেন। মাঝরাতে স্থানীয় মানুষজন আগুন দেখতে পান, দমকল আসার আগেই অতি দ্রুত তাঁরা আগুন নেভানোর কাজে নেমে পড়েন। ভেতরে আটকে পড়া শ্রমিকদেরও পর পর কারখানার বাইরে বের করে নিয়ে আসা হয়। 

দমকল কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কারখানার ভেতরে থাকা প্রচুর কাগজ পুড়ে ছাই হয়ে গেছে। তবে, কোনও মানুষ আহত হননি বলে জানা গেছে। কীভাবে কাগজের কারখানায় মাঝরাতে আগুন লাগল, সেই কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। দমকলের কর্মীরা প্রাথমিকভাবে অনুমান করছেন যে, শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গিয়ে থাকতে পারে। 

আরও পড়ুন- 
Weather News: মৌসুমী অক্ষরেখার দোসর শক্তিশালী ঘূর্ণাবর্ত, শনিবার বৃষ্টির ঝোড়ো ইনিংস

Durga Puja: পার্থ চট্টোপাধ্যায়ের বদলে অরূপ বিশ্বাস! নাকতলা উদয়নের দুর্গাপুজোয় বদলের হাওয়া

Latest Videos

Independence Day 2023: গাড়িতে জাতীয় পতাকা লাগালেই জেল হতে পারে, জেনে নিন পতাকা লাগানোর অধিকার শুধুমাত্র কাদের আছে
Hymenoplasty: যৌন সঙ্গমে ভার্জিনিটি-র আনন্দ ফিরিয়ে আনতেই কি হাইমেনোপ্লাস্টি-র দিকে ঝুঁকছেন মহিলারা?

Share this article
click me!

Latest Videos

মমতার চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে Abhijit Ganguly'র বাড়িতে চাকরিহারাদের একাংশ | SSC case Update
Locket Chatterjee: সিটি কলেজের অধ্যাপক 'আমরা যোগ্য' কার্ড ঝুলিয়ে মমতার সভায় কী করছে? প্রশ্ন লকেটের