'রাজ্যের কোনও যুক্তি শুনবে না আদালত..' এই মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা সরকার

Published : Dec 09, 2025, 10:15 AM IST

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একটি বিশেষ মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে কার্যত তুলোধনা করল রাজ্যের হাইকোর্ট। নতুন করে এই মামলায় তৃণমূল সরকারের কোনও যুক্তি শোনা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

PREV
17

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একটি বিশেষ মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে কার্যত তুলোধনা করল রাজ্যের হাইকোর্ট। নতুন করে এই মামলায় তৃণমূল সরকারের কোনও যুক্তি শোনা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

27

কলকাতার গুরুত্বপূর্ণ চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ (Chingrighata metro work) প্রকল্প নিয়ে জটলা অব্যাহত। সম্প্রতি এ প্রসঙ্গে সংসদে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ জমিজটের কারণে আটকে আছে এবং রাজ্যের পক্ষ থেকে সহযোগিতা মিলছে না।

37

রেলমন্ত্রী রাজ্য সরকারকেই পদক্ষেপ করতে বলেছেন। এবার চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা।

47

চিংড়িঘাটা প্রজেক্ট নিয়ে কড়া হাইকোর্ট

এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে এই মামলা উঠলে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের বৈঠক হওয়ার পরও কেন কিছু কার্যকর হল না? সেই প্রশ্ন তোলেন বিচারপতি। ট্রাফিক ব্লক করে কাজ করতে হবে, বলে আদালতে জানায় রাজ্য।

57

এর আগের শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করে। প্রকল্পের জটিলতা কীভাবে দূর করা যায়, সেই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল আদালত। রাজ্যের পক্ষ থেকে এদিন এজি বলেন, “যে জায়গায় ব্লক করা হবে, সেখানে অসুবিধাটা হল, অ্যাম্বুল্যান্স পর্যন্ত যাতায়াত করতে পারবে না।”

67

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “এটা একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট। এটা হলে রাজ্যেরই মানুষের সুবিধা হবে। অথচ আপনারা ট্রাফিক ব্লকের কারণ দেখাচ্ছেন?” তিনি আরও বলেন, “যে সমস্যার কথা বলছেন, সেটা রাজ্য এতদিনে অনুধাবন করল? নিশ্চয়ই নয়? এটা তো যে কোনও সময়ই হবে। যখনই এই কাজ হোক, তখনই এমন সমস্যা হবে।” এই কারণে এমন প্রজেক্ট কেন আটকে থাকবে? সেই প্রশ্ন তোলেন বিচারপতি।

77

আদালতের নির্দেশ, আগামী বৃহস্পতিবার রাজ্যকে নতুন করে আদালতকে ডেট বা দিনক্ষণ জানাতে হবে। রাজ্যের নতুন যুক্তি আদালত শুনবে না স্পষ্ট করা হয়েছে। আগে ওই কাজের দ্রুত রূপায়ণের ব্যবস্থা করতে রাজ্যকে পদক্ষেপ করার নির্দেশ আদালতের।

Read more Photos on
click me!

Recommended Stories