স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?

Published : Dec 08, 2025, 01:08 PM IST

Rajanya Halder News: ছাব্বিশের ভোটের আগেই 'ফুল' বদল তৃণমূলের বহিস্কৃত নেত্রী রাজন্য হালদারের। এবার স্বামী-স্ত্রী দুজনে মিলেই যোগ দিচ্ছেন অন্য রাজনৈতিক দলে। কোথায় যাচ্ছেন রাজন্যারা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
দলবদল করছেন রাজন্যা হালদার

২০২৩ সালের ২১ জুলাই থেকে ২০২৫ সময়টা দীর্ঘ দুবছরের হলেও সেদিন ধর্মতলার শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে রাজ্য-রাজনীতিতে আলোচনার শিরোনামে ছিলেন রাজন্যা হালদার। সেদিন তৃণমূল ছাত্র পরিষদে জন্ম নিয়েছিল নয়া তারকা। এমনকি তাকে বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের রাজনীতিতে রাজন্যার একটা স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ওলটপালট করে দেয় সবকিছু। 

25
তৃণমূল থেকে বহিস্কৃত রাজন্য

জানা গিয়েছে, এরপর তৃণমূল থেকে বহিস্কৃত হন রাজন্যা হালদার। ২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর আবহে তার বিতর্কিত মন্তব্যের জেরে তাকে দল থেকে বহিস্কার করে তৃণমূল কংগ্রেস। এবার সেই রাজন্যাই দিলেন দলবদলের ইঙ্গিত। 

35
কোথায় যাচ্ছেন রাজন্যা হালদার?

সূত্রের খবর, সোমবার সকাল সকাল রাজন্যার সোশ্যাল মিডিয়ার পোস্ট তার দলবদলের ইঙ্গিতের জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে। এদিন সকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে-স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দিচ্ছেন রাজন্যা হালদার। আর তার নীচে ক্যাপশনে লেখা-''গণতন্ত্র ধার চাই। লেটস চেঞ্জ''। আর এই ক্যাপশন ঘিরে  ছড়িয়েছে জল্পনা। 

45
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

হঠাৎ কেন রাজন্যা এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে সোমবার সকাল থেকেই বঙ্গ রাজনীতিতে চলছে জোর জল্পনা। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রাজন্যার তরফে কোনও প্রতিক্রিয়া না মিলললেও কানাঘুঁষো শোনা যাচ্ছে যে, স্বামী প্রান্তিক চক্রবর্তীকে নিয়ে দলবদল করতে চলেছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী রাজন্যা হালদার। 

55
ভোটের আগেই ফুল বদল

সূত্রের খবর, সোমবার দুপুরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে সল্টলেকের বিজেপির দফতর থেকে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন রাজন্যা ও তার স্বামী প্রান্তিক। তবে এই বিষয়ে দুই তরফেই এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Read more Photos on
click me!

Recommended Stories