Kolkata Metro: যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে পরে মেট্রো চলছে। যার জেরে স্টেশনগুলিতে ভিড় বাড়ছে ক্রমশ। স্বাভাবিকভাবেই, অত্যধিক ভিড় হওয়ার ফলে, অনেক যাত্রীই মেট্রোয় উঠতে পারছেন না।
Kolkata Metro: কলকাতা মেট্রোয় আবারও ভোগান্তি। চলছে রক্ষণাবেক্ষণের কাজ। সেইজন্যই দক্ষিণেশ্বর স্টেশনে বন্ধ হয়ে গেছে মেট্রো পরিষেবা (metro service interruption)। তার ফলে, ব্লু-লাইনে আপাতত বরানগর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে (kolkata metro blue line)।
চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা
যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে পরে মেট্রো চলছে। যার জেরে স্টেশনগুলিতে ভিড় বাড়ছে ক্রমশ। স্বাভাবিকভাবেই, অত্যধিক ভিড় হওয়ার ফলে, অনেক যাত্রীই মেট্রোয় উঠতে পারছেন না। দিনের ব্যস্ত সময়ে, এই ঘটনার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। তবে এই কাজ আগে থেকে ঠিক করা ছিল না বলে জানিয়েছে তারা। জানা যাচ্ছে, দ্রুত কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
দীর্ঘক্ষণ অপেক্ষার জেরে, ক্রমশ ভিড় বাড়ছে যাত্রীদের
এমনিতেই দক্ষিণেশ্বর হল ব্লু-লাইনে মেট্রোর একটি প্রান্তিক স্টেশন। অনেকেই দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠেন। তাদের কেউ হয়ত সড়কপথে বা রেলপথে এসে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরেন এবং তারপর গন্তব্যে পৌঁছে যান। কিন্তু সেই স্টেশন থেকেই মেট্রো পরিষেবা না মেলায়, চূড়ান্ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।
তার মধ্যে ট্রেন চলছে দেরি করে। ফলে, পরের স্টেশনগুলিতেও দেরি করে আসছে মেট্রো। দীর্ঘক্ষণ অপেক্ষার জেরে, ক্রমশ ভিড় বাড়ছে যাত্রীদের। তারপর মেট্রো এলেও অত্যধিক ভিড়ের কারণে, কয়েকটি মেট্রো ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন নিত্যযাত্রীরা।
নিঃসন্দেহে ফের একবার কলকাতা মেট্রোয় ভোগান্তি। রক্ষণাবেক্ষণের কাজ চলছে চলছে দক্ষিণেশ্বর স্টেশনে। সেইজন্যই দক্ষিণেশ্বর স্টেশনে বন্ধ হয়ে গেছে মেট্রো পরিষেবা। তার ফলে, ব্লু-লাইনে আপাতত বরানগর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। যাত্রীদের দুর্ভোগ চরমে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


