ইসকন কর্তৃপক্ষ সূত্রে খবর, এই বছর জগন্নাথদেবের রথ বেরবে দুপুর ১টায় অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে। তারপর তা যাবে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপিএম রোড, এটিএম রোড, চৌরঙ্গি রোড, এক্সাইড ক্রসিং, জেআল নেহেরু রোড, আউটরাম রোড ধরে শেষ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।