Kolkata Metro: কলকাতা মেট্রোয় বসতে চলেছে আটটি অত্যাধুনিক গেট, কী কী বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা? জানুন

ইতিমধ্যেই হাওড়া ময়দানে অটোমেটিক ফেয়ার কালেকশন বা এফসি গেট বসানো হয়ছে।

এবছরের মধ্যেই চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ডিসেম্বরেই উদ্বোধন হওয়ার কথা এই মেট্রোর। চলছে শেষ মুহূর্তের কাজ। এই মেট্রোতে থাকছে একাধিক অত্যাধুনিক পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রো উদ্বোধনের আগেই হাওড়া ময়দানে বসানো হল ৮টি বিশেষ ধরনের ভাড়া সংগ্রহের গেট। ইতিমধ্যেই হাওড়া ময়দানে অটোমেটিক ফেয়ার কালেকশন বা এফসি গেট বসানো হয়ছে।

কী কী সুবিধা এই গেটের?

Latest Videos

এফসি সিস্টেমের এই গেটে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলবে। মেট্রো রেলের এক আধিকারিক একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই অটোমেটিক ফেয়ার কালেকশন গেটগুলি সাধারণত কিউ আর কোড চালিত হবে। এই গেটের। এই গেটের মাধ্যমের মাত্র এক মিনিটের মাধ্যে ৪৫ জন যাত্রী যাতায়াত করতে পারবে। মেট্রোরেল সূত্রে জানা যাচ্ছে ওই ৮টি অটোমেটিক ফেয়ার কালেকশন গেটের মধ্যে চারটি গেট মেট্রোর কর্মী ও অফিস টাইমে যাত্রীদের বাইরে বেরোনোর জন্য ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, পুজোর আগেই কলকাতায় চালু হতে চলেছে মাঝেরহাট স্টেশনের মেট্রো পরিষেবা। আর মাত্র ৯৪ দিন বাদেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। এরমধ্যেই কলকাতা মেট্রোর পার্পল লাইনে জুড়তে চলেছে আরও একটি নতুন স্টেশন। দুর্গাপুজোর আগেই মেট্রোর এই বর্ধিত লাইন শহরবাসী পাবে বলে জানাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। পুজোর আগে এই পার্পল লাইন সম্পূর্ণ চালু হলে দক্ষিণ কলকাতাবাসী ও শহরতলির বাসিন্দাদের পক্ষে তা অত্যন্ত সুবিধাজনক হবে। বিশেষত দুর্গাপুজোর ভিড়ে ট্রাফিক উপেক্ষা করে সহজেই পৌঁছন যাবে গন্তব্যে।

মেট্রোরেল সূত্রে জানা যাচ্ছে মাঝেরহাট মেট্রো পরিষেবা শুরুর জন্য প্রায় প্রস্তুত কর্তৃপক্ষ। জোকা এসপ্ল্যানেড করিডরের মাঝেরহাট মেট্রো স্টেশনে এখন নির্মাণের শেষ পর্যায়ে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঝেরহাট থেকে তারাতলা স্টেশনে মধ্যেকার ভায়াডাক্টের কাজও প্রায় শেষ। শেষের পর্যায় প্ল্যাটফর্মের কাজও। এখন শুধু বাকি স্টেশন বিল্ডিং তৈরি ও তাঁর সৌন্দর্যায়নের কাজ। তাও পুজোর আগেই শেষ হবে বলে মনে করা হচ্ছে।

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)