- Home
- West Bengal
- Kolkata
- ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে খারাপ খবর! এই বছর আদৌ কি চালু হবে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট?
ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে খারাপ খবর! এই বছর আদৌ কি চালু হবে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট?
ক্রমশ পিছিয়ে যাচ্ছে শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশ চালু হওয়ার দিন। খুব খারাপ খবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ। আদৌ এই বছর চালু হবে তো Sealdah-Esplanade Metro? কী বলছে মেট্রো কর্তৃপক্ষ! কেন এই পরিস্থিতি? দেখে নিন

ক্রমশ পিছিয়ে যাচ্ছে শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশ চালু হওয়ার দিন।
খুব খারাপ খবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ।
আদৌ এই বছর চালু হবে তো Sealdah-Esplanade Metro?
কী বলছে মেট্রো কর্তৃপক্ষ! কেন এই পরিস্থিতি? দেখে নিন
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশের কাজ শেষ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
সূত্রের খবর, চলতি মাসেই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো উদ্বোধনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে তার আগে যাবতীয় কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে কলকাতা মেট্রো।
কেননা, এখনও পর্যন্ত ওই অংশের পরিদর্শনে আসেনি রেলওয়ে সেফটির আধিকারিকরা।
সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে রেলওয়ের কাজ সামলে কলকাতায় আসতে আসতে বেশ কিছুটা সময় লাগবে তাদের। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পিছিয়ে যাবে শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশের উদ্বোধন?
টানেল সংস্কারের কাজ এখনও বাকি
মেট্রোর বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড লাইনে যে দীর্ঘ টানেল রয়েছে, তার ফিনিশিংয়ের কাজ এখনও অনেকটাই বাকি।
সূত্র বলছে, সেই কাজ পুরোপুরি শেষ না হলে পরিদর্শনে আসতে পারছেন না রেলওয়ে সেফটির অফিসাররা। কাজেই যতদিন না পর্যন্ত টানেল সংস্কারের কাজ শেষ হচ্ছে, ততদিন সিআরএসের পরিদর্শন হচ্ছে না।
তাহলে কি পিছিয়ে যাচ্ছে উদ্বোধন?
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, রেলওয়ে সেফটি আধিকারিকদের অনুমোদন ছাড়া কোনও বাণিজ্যিক পরিষেবা শুরু করা যায় না। কাজেই টানেল সংস্কারের কাজ শেষ হলে, মেট্রোর শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশের পরিদর্শনে আসবে সিআরএস।
কাজেই এপ্রিলের শেষের দিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা থাকলেও সিআরএস যেহেতু পরিদর্শন করতে পারছে না তাই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু হতে আরও বেশ কিছুটা সময় লাগবে।
প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন করার পাশাপাশি নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো লাইনের ফিতে কাটারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে ঠিক কবে নাগাদ ইস্ট ওয়েস্ট মেট্রো ও অরেঞ্জ লাইনের উদ্বোধন হবে সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি।

