কেন পুজোর আগে ক্ষুদিরামের ক্রসওভার সম্ভব নয়?
প্রতিদিন মেট্রো যাত্রীদের অস্বাভাবিক ভিড়ের কারণে ধুঁকতে থাকা পরিষেবা নিয়ে পুজোর আগে নতুন করে কোনও পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে চাইছেন না মেট্রোরেল কর্তারা। এ প্রসঙ্গে মেট্রো কর্তাদের একাংশ নাকি জানাচ্ছেন, নতুন জায়গায় ক্রসওভার তৈরি করার পর সেখান থেকে ট্রেন ঘোরানোর প্রক্রিয়া সময় নিয়ে লক্ষ্য করা প্রয়োজন। কোথাও সমস্যা দেখা দিলে তা দ্রুত নির্মূল করতে হবে। তাই, পুজোর আগে তড়িঘড়ি ক্রসওভার তৈরি করতে গিয়ে সমস্যা দেখা দিলে তাতে গোটা পরিষেবা মুখ খুবড়ে পড়তে পারে।