কলকাতা মেট্রোয় এবার টুরিস্ট স্মার্ট কার্ড, পুজোয় যাত্রী পরিষেবা মসৃণ রাখতে নয়া পদক্ষেপ

Published : Sep 18, 2025, 06:57 AM IST

Kolkata Metro: সামনেই শুরু উৎসবের মরশুম। আর দুর্গা পুজোর এই পাঁচদিন ভিড় এড়াতে যাত্রী পরিষেবায় বড় পদক্ষেপ কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
কলকাতা মেট্রো

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সপ্তাহ ঘুরলেই বাজবে ঢাকের পিঠে কাঠি। আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মরশুমে যাত্রী পরিষেবায় জোর দিতে নতুন করে সেজে উঠছে বাঙালির অন্যতম লাইফ লাইন কলকাতা মেট্রো। গ্রীন থেকে ব্লু শুরু করে ইয়েলো সব লাইনে পুজোর দিনে যাত্রী পরিষেবা মসৃণ রাখতে এখন থেকেই পদক্ষেপ শুরু কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃুপক্ষের।  

25
যাত্রী পরিষেবায় জোর

কলকাতা মেট্রোর তরফে পুজোর দিনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এবং পরিষেবা মসৃণ করতে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। এমনিতেই গত ২২  অগাস্টের পর থেকে কলকাতার নয়া তিন রুটের মেট্রো  পরিষেবা সম্প্রসারিত হতে বেড়েছে যাত্রীদের চাপ। পুজোর দিনগুলিতে সেই সংখ্যা আরও ছাপিয়ে যেতে পারে বলে এখন থেকেই তার তোড়জোড় শুরু করেছে কলকাতা মেট্রোরেল  কর্তৃপক্ষ। 

35
পুজোয় মেট্রোর নতুন স্মার্ট কার্ড

নতুন তিন লাইনে মেট্রো পরিষেবা সম্প্রসারিত হওয়ায় এমনিতেি অনেকটাই বেড়েছে যাত্রীদের চাপ। তিন লাইন মিলে প্রতিদিন গড়ে প্রায় ৫ থেকে ৬ লাখ মানুষ যাতায়াত করেন মেট্রোতে। পুজোর দিনগুলিতে সেই সংখ্যা ১০-১১ লাখে ছুঁয়ে যাবে বলে অনুমান কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। তার জন্য মেট্রোরেলের তরফে আগাম পদক্ষেপ হিসেবে যাত্রীদের জন্য পুজোয় স্মার্ট কার্ড বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

45
কত টাকায় মিলবে স্মার্ট কার্ড?

পুজোর পাঁচ দিন মেট্রোর সব রুটে যাতায়াতের জন্য যাত্রীদের কাছে স্মার্ট কার্ড  বিক্রি করবে  কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে এই স্মার্ট কার্ডের মূল্য হবে ২৫০ টাকা থেকে ৫৫০ টাকা পর্যন্ত। এই ট্যুরিস্ট স্মার্ট কার্ড মেট্রোর তিন লাইনেই বৈধ থাকবে। এছাড়াও মেট্রোরেলের সমস্ত টিকিট কাউন্টার থেকে এই কার্ড কিনতে পারবেন যাত্রীরা। 

55
মেট্রোয় ডিসকাউন্ট!

ট্যুরিস্ট স্মার্ট কার্ড বিক্রির পাশাপাশি পুজোর দিনগুলিতে কাউন্টারে  অস্বাভাবিক ভিড় এড়াতে অ্যাপে টিকিট কাটার ওপর জোর দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানানো  হয়েছে যে, যাত্রীরা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে মিলবে পাঁচ শতাংশ ছাড়। পুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবা সুষ্ঠভাবে বজায় রাখতে এখন থেকেই এই উদ্যোগ মেট্রো রেলের।  

Read more Photos on
click me!

Recommended Stories