- Home
- World News
- Bangladesh News
- ইউনূসের শাসনে সবথেকে বেশি অত্যাচারিত সংখ্যালঘুরা, রাষ্ট্রপুঞ্জের বাইরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের
ইউনূসের শাসনে সবথেকে বেশি অত্যাচারিত সংখ্যালঘুরা, রাষ্ট্রপুঞ্জের বাইরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের
Bangladeshi diaspora Protest: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে গিয়ে অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপুঞ্জের বাইরে তাকে ঘিরে বিক্ষোভ বাংলাদেশিদের।

মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শুক্রবার নিউইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখান প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে অশান্ত বাংলাদেশ।
বিক্ষোভকারীদের দাবি কী?
বিক্ষোভকারীদের আরও দাবি, ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে সংখ্যালঘুদের ওপর, বিশেষত হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া প্রবাসীরা অবিলম্বে এই পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শুধু তাই
ইউনূসকে গো ব্যাক স্লোগান
এদিন রাষ্ট্রপুঞ্জের বাইরে ইউনূসকে গো-ব্যাক স্লোগান দিতে দেখা যায় প্রবাসী বাংলাদেশিদের। শুধু তাই নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন প্রবাসী বাংলাদেশি বাঙালিরা।
অশান্ত বাংলাদেশ
২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র আন্দোলনের জেরে দেশ ছাড়েন শেখ হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছাড়তেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মুহাম্মদ ইউনূস। তারপর থেকেই পদ্মাপাড়ে লাগাতার অশান্তি। বাড়ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার। যা নিয়ে রাষ্ট্রপুঞ্জের বাইরে ইউনূসকে ঘিরে বিক্ষোভ দেখান প্রবাসী বাংলাদেশি বাঙালিরা।
দেশ ছাড়ছেন হিন্দুরা
প্রবাসী বাংলাদেশিদের আরও অভিযোগ, ইউনূসের স্বৈরাতন্ত্রের কারণে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বাংলাদেশি হিন্দুরা। বহু হিন্দু আজ দেশ ছাড়া। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, নির্যাতন চালাচ্ছে ইউনূস সরকার। হিন্দু মন্দির, বাড়িঘর ভাঙচুর চালানো হচ্ছে। সবই ইউনূস সরকারের মদতে হচ্ছে বলে দাবি করেন প্রবাসী বাংলাদেশিরা।

