Metro service: আর হাতে মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুরু হয়ে যাবে বর্ষবরণের উৎসব। বছরের শেষ দিন মানেই কলকাতা জুড়ে উৎসব। এই দিন অনেকেই রাতের বেলা বাড়ির বাইরে থাকেন।
আর হাতে মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুরু হয়ে যাবে বর্ষবরণের উৎসব। বছরের শেষ দিন মানেই কলকাতা জুড়ে উৎসব। এই দিন অনেকেই রাতের বেলা বাড়ির বাইরে থাকেন। কলকাতা ও শহরতলীর যাত্রীদের কথা মাথায় রেখেই বাড়তি মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
26
মেট্রোর বিজ্ঞপ্তি
কলকাতা মেট্রো সোমবারই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে কোন কোন লাইনে কখন বাড়তি মেট্রো পরিষেবা দেওয়া হবে তা বিস্তারিত জানান হয়েছে। সবথেকে বেশি মেট্রো চলবে ব্লু লাইনে। এই লাইনে যাত্রী সংখ্যা সবথেকে বেশি।
36
ব্লু লাইনে পরিষেবা
মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে বাড়তি ৮টি মেট্রো চালানো হবে। আপ লাইনে ৪টি ও ডাউন লাইনে ৪টি মেট্রো চলবে রাতের বেলা। দমদম থেকে শহিদক্ষুদিরাম পর্যন্ত আরও একটি অতিরিক্ত মেট্রো চলবে।
ব্লু লাইনে অন্যান্য লাইনের তুলনায় ভিড় বেশি। দক্ষিণেশ্বর, শ্যামবাজার, দমদম, এসপ্ল্যানেডের মত জায়গায় রাতের বেলা ভিড় বাড়ে। সেই চাপ সামলাতেই বাড়তি পরিষেবা দেওয়া হয়।
56
প্রযুক্তিগত ত্রুটি
ব্লু লাইনের সবথেকে বড় সমস্যা হল প্রযুক্তিগত ত্রুটি। প্রযুক্তিগত ত্রুটির কারণে একাধিকবার মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। আর সেই কারণে সমস্য়ায় পড়তে হয়েছে যাত্রীদের। আর সেই কারণে আগে থেকেই এই বিষয়ে সচেতন হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেই কারণে ৩১ ডিসেম্বর রাতের বেলা যাত্রীদের সমস্যা হবে না বলেও মনে করছে কর্তৃপক্ষ।
66
অতিরিক্ত পরিষেবা নয়!
গ্রিন লাইন- হাওড়া ময়দান-সেক্টর ফাইভ ও ইয়েলো লাইন- জয়হিন্দ বিমানবন্দর- নোয়াপাড়া রুটে যাত্রী সংখ্যা কম হওয়ায় অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে না। যাত্রীদের ইচ্ছে বর্ষবরণের রাতে মেট্রো যেন ঠিকঠাক চলে। কোনও সমস্যায় যেন পড়তে না হয়।