Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর শেষ পর্বে পরিষেবা শুরু হচ্ছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত। এসপ্ল্যানেড-শিয়ালদহ সংযোগ চালু হওয়ায় সম্পূর্ণ করিডরটিতে মেট্রো চলাচল শুরু হবে।
এর মাঝের গুরুত্বপূর্ণ সংযোগস্থল এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচলে এবার কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি মিলেছে।
511
এখনও পর্যন্ত মেট্রো রেলের সূত্র মারফত যা খবর তাতে হাওয়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বেশ কয়টি স্টেশন থাকছে। রইল সেই সকল স্টেশনের তালিকা-
611
হাওড়া ময়দান- আন্ডারগ্রাউন্ড
হাওড়া স্টেশন- আন্ডারগ্রাউন্ড
মহাকরণ- আন্ডারগ্রাউন্ড
এসপ্ল্যানেড - আন্ডারগ্রাউন্ড
711
শিয়ালদহ - আন্ডারগ্রাউন্ড
ফুলবাগান- আন্ডারগ্রাউন্ড
সল্টলেক স্টেডিয়াম - এলিভেটেড
বেঙ্গল কেমিক্যাল - এলিভেটেড
811
সিটি সেন্টার - এলিভেটেড
সেন্ট্রাল পার্ক - এলিভেটেড
করুণাময়ী - এলিভেটেড
সেক্টর ফাইভ - এলিভেটেড
911
এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশটি মেট্রো চালু করা বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ বউবাজারে মাটি ধ্বস, বাড়ির ক্ষতি, ট্যানেল বোরিং মেশিন আটকে যাওয়া সহ নানান সমস্যা দেখা যায়।
1011
এই সকল প্রতিকূল পরিস্থিতি জয় করে এখন এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো চালু হওয়ার মুখে।
1111
সব মিলিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ হয়ে ছুটবে মেট্রো। আর মাত্র কয়টা দিনের অপেক্ষা।