Metro News: জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে আরও মেট্রোর সংখ্যা, কবে থেকে মিলবে পরিষেবা?

Published : May 03, 2025, 12:18 PM IST

Kolkata Metro Rail News: মাসের শুরুতেই মেট্রোযাত্রীদের সুখবর দিলো মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ৫ মে থেকে পার্পল লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা। জানুন বিশদে..

PREV
18
বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী সোমবার থেকে কলকাতা মেট্রোর পার্পল লাইনের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়ছে এই রুটে মেট্রোর সংখ্যা। ফলে অফিস টাইমে যাত্রীদের মেট্রো ভোগান্তি থেকে মিলবে অনেকটাই সুরাহা। এমনটাই মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

28
কোন রুটে বাড়ছে মেট্রো?

কলকাতা মেট্রোর পার্পল লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। ফলে উপকৃত হবেন জোকা-মাঝেরহাট রুটের যাত্রীরা। মেট্রো অনেক লেট থাকায় অফিস টাইমে ব্যাপক হ্যাঁপা পোহাতে হয় এই রুটের যাত্রীদের। তবে এবার খুব শীঘ্রই হতে চলেছে সেই সমস্যার সমাধান। 

38
কবে থেকে চলবে নতুন মেট্রো?

জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। যারফে জানা গিয়েছে, আগামী ৫ মে অর্থাৎ সোমবার থেকে জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। জানা গিয়েছে. আগে ওই রুটে আপ এবং ডাউনে ৯টি করে মাত্র ১৮টি মেট্রো চলত। সোমবার থেকে মেট্রোর সংখ্যা বৃদ্ধির ফলে বাড়বে আরও মেট্রো পরিষেবা। সুবিধা হবে নিত্য যাত্রীদের। 

48
জোকা-মাঝেরহাট রুটে মেট্রোর সময়

মেট্রোরেল সূত্রে খবর, এতদিন পর্যন্ত পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট রুটে ৫০ মিনিটের ব্যবধানে মেট্রো চলত। সোমবার থেকে মেট্রোর সংখ্যা বৃদ্ধির ফলে কমবে ব্যবধানও। শুধু তাই নয়, এবার থেকে ২২ মিনিট অন্তর ওই রুটে মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৭ মিনিট।

58
এই রুটে দিনের প্রথম-শেষ মেট্রোর সময় কত?

জানা গিয়েছে, এতদিন পর্যন্ত এই রুটে দিনের প্রথম অর্থাৎ সকালের মেট্রো টাইমিং ছিল- ৮টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটে। এবার থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ৩টে ২৮ মিনিটে। এমনটাই খবর মেট্রোরেল সূত্রে। 

68
জোকা থেকে মেট্রোপরিষেবা শুরু কখন?

মেট্রোরেল সূত্রে খবর, জোকা থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টায় প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে। শেষ মেট্রো  মিলবে দুপুর ৩টে ১০ মিনিটের পরিবর্তে ৩টে ২৮ মিনিটে। তবে শনি ও রবিবার পার্পল লাইনে আগের মতই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। এই দুদিন মেট্রো পাবেন না যাত্রীরা। 

78
চালু হচ্ছে এসপ্ল্যানেড -শিয়ালদহ মেট্রো পরিষেবা?

জোকা-মাঝেরহাট রুটে মেট্রোর সংখ্যা বাড়লেও এখনও চালু হয়নি এসপ্ল্যানেড -শিয়ালদহ মেট্রো পরিষেবা। তবে এই রুটে মেট্রো পরিষেবা চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই রুটে মেট্রোর কাজ প্রায় শেষের মুখে। উপর মহল থেকে সবুজ সঙ্কেত মিললেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। 

88
অপরিবর্তিত থাকছে কবি সুভাষ রুটের মেট্রো পরিষেবা

পার্পল লাইনে মেট্রোর সংখ্যা বাড়লেও অপরিবর্তিত থাকছে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রোর সংখ্যা। 

Read more Photos on
click me!

Recommended Stories