Kolkata Metro: বিদ্যুৎ বিভ্রাট মেট্রোতে! দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্যাহত পরিষেবা, হয়রানি যাত্রীদের

আবারও মেট্রো বিভ্রাট। 

এদিন দুপুর ১২টার পর দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। ফলে, সমস্যায় পড়েন যাত্রীরা। তবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

জানা গেছে, দক্ষিণেশ্বর থেকে কোনও মেট্রো দমদম পর্যন্ত আসছিল না। স্টেশনের মাইকে তা জানানোও হয়েছে। দক্ষিণেশ্বর, বরাহনগর এবং নোয়াপাড়াতে টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়। স্বভাবতই, একাধিক যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।

Latest Videos

আবার অনেকে মেট্রোর আশা ছেড়ে দিয়ে ট্রেন কিংবা সড়কপথে গন্তব্যের দিকে রওনা দেন। নোয়াপাড়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণেই এদিন মেট্রো পরিষেবায় সমস্যা তৈরি হয়। দ্রুত সেই সমস্যা মিটিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন মেট্রোকর্মীরা।

এর আগে সিগন্যাল বিভ্রাটের কারণে দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে পরিষেবা ব্যাহত হয়। এতে সমস্যায় পড়েন অফিসযাত্রীরা।

তাছাড়া বিগত বেশ কয়েকদিনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার একাধিক ঘটনা পসামনে এসেছে। এর ফলেও পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনেই বেশিরভাগ আত্মহত্যার ঘটনাগুলি ঘটে। এবার সেই আত্মহত্যা রুখতে মেট্রো কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপও নিয়েছেন। সেইসঙ্গে, যাত্রীদের সচেতনও করা হচ্ছে। তবে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার প্রবণতা যেন কিছুতেই কমছে না।

আর এবার সোজা বিদ্যুৎ বিভ্রাট। নোয়াপাড়ায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে, সোমবার দুপুরে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা। ফলে, নাকাল যাত্রীরা।

দুপুর ১২টার পর দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। তাই সমস্যায় পড়েন যাত্রীরা। এদিকে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today