- Home
- West Bengal
- West Bengal News
- উৎসবের মরশুমে কাটা নিম্নচাপ! তৃতীয়ার সকাল থেকেই অতিভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়
উৎসবের মরশুমে কাটা নিম্নচাপ! তৃতীয়ার সকাল থেকেই অতিভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়
WB Rain Update: সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। উৎসবের মরশুম শুরুতেই কেমন থাকবে আবহাওয়া? বৃহস্পতিবার থেকেই হাওয়া বদলের বিরাট আপডেট আবহাওয়া দফতরের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকেরআবহাওয়া
নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপ এই এলাকায় অবস্থান করবে। তারপর থেকে দুর্বল হবে নিম্নচাপ। এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত যেটা ওড়িশার উপর দিয়ে গিয়েছে।
গভীর নিম্নচাপের আশঙ্কা
নতুন করে নিম্নচাপ তৈরি হবে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থীতে। উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীর দিন এটি ওড়িশা ও অন্ধ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে।
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি
নিম্নচাপের প্রভাবে পুঞ্জিভূত মেঘ থেকে বৃষ্টি হয়েছে। গত সোমবার ২৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে হয়েছিল। সামগ্রিকভাবে এটি ষষ্ঠতম রেকর্ড। কোনভাবেই এটি ক্লাউড বার্ষ্টের ক্রাইটেরিয়া ফুলফিল করেনি।
উপকূলের জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি কলকাতায়। চতুর্থীর নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে উপকূলের ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি কলকাতা হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে- বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশি হতে পারে মালদহ ও দুই দিনাজপুর। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে।

