বর্ষবরণের রাতে (New Years Eve 2025) কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। যাতায়াতের চিন্তা দূর করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। সাধারণত বর্ষবরণের রাতে অনেক মানুষই রাতের দিকে বাইরে বার হনষ তাদের জন্য রইল সুখবর।
বর্ষবরণের রাতে প্রচুর মানুষ বাইরে বার হন। পার্টি , ঘোরাফেরা- সবমিবিয়ে উৎসবের মেজাজ দেখা দেয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।
310
কলকাতা মেট্রো
কলকাতা মেট্রো যাত্রীদের সুবিধের জন্য বিশেষ পদক্ষেপ করেছে। যা যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্যই নেওয়া হয়েছে।
410
বিশেষ মেট্রো
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধের জন্য তিন জোড়া বিশেষ মেট্রো চালানোর পরকল্পনা করেছে বলেও সূত্রের খবর।
510
১৫ মিনিট ছাড়া মেট্রো
সূত্রের খবর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে তিন জোড়া মেট্রো চালানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। ১৫ মিনিট ছাড়া স্পাশ্ল মেট্রো নর্থ ও সউথ করিডরে আপ আর ডাউনে ছুটবে।
610
মেট্রোর সূচী
কবি সুভাষ থেকে মঙ্গলবার এই স্পেশালগুলি ছাড়বে যথাক্রমে – রাত ন’টা ৪৮, ১০টা ৩ এবং ১০টা ১৮ মিনিটে। একইভাবে রাত ন’টা ৫৫, ১০টা ১০ এবং ১০টা ২৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে স্পেশাল মেট্রো যাত্রা করবে।
710
শেষ মেট্রো
যাত্রীদের জন্য রাত ১০টা ৪০ মিনিটের নাইট সার্ভিস মেট্রোও থাকবে। যদিও কবি সুভাষ থেকে দমদম স্টেশনের মধ্যে এই পরিষেবা চলাচল করে।
810
এই মেট্রোর বিশেষ শর্ত
তবে এই মেট্রোর জন্য বিশেষ শর্ত রয়েছে। কারণ এই সময় টিকিট কাউন্টার বন্ধ থাকে। তাই যাত্রীদের স্মার্ট কার্ড বা মেশিনের টোকেন দিয়ে মেট্রোতে উঠতে হয়।
910
মেট্রো রেল বাড়ছে
চলতি বছরই হাওড়া থেকে এসপ্ল্যানেড আর শিয়ালদা থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো চলাচল করছে।
1010
আগামী বছর
আগামী বছর সল্টলেট থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে বলেও সূত্রের খবর।