মেট্রো যাত্রীদের জন্য সুখবর! বউবাজারের বিপর্যস্ত সুড়ঙ্গে মঙ্গলবার রাত থেলে চলবে মেট্রো

বউবাজারের মাটির নিচে সুরঙ্গের কাজ শেষ। মেরামত করা হয়েছে সুড়ঙ্গের ক্ষত। এবার শুরু হবে ট্রায়াল রান।

 

Saborni Mitra | Published : Jan 19, 2025 12:15 PM
110
মেট্রো যাত্রীদের জন্য সুখবর

বউবাজারের মাটির নিচে সুরঙ্গের কাজ শেষ। মেরামতি করা হয়েছে সুড়ঙ্গের ক্ষত। এবার শুরু হবে ট্রায়াল রান।

210
প্রথম ট্রায়াল

সবকিছু ঠিক থাকলে ২১ জানুয়ারি অর্থাৎ মঙ্গরবার রাত ১১টাক পরি বউবাজার এলাকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রথম মেট্রোর চাকা গড়াবে।

310
কলকাতা মেট্রোর নতুন ইতিহাস

কলকাতা মেট্রোর ক্ষেত্রে তৈরি হবে নতুন ইতিহাস। তৈরি করতে চলেছে মেট্রো । কারণ বউবাজার নিয়ে কলকাতা মেট্রোর জট দীর্ঘ দিনের।

410
প্রথম দফায় ট্রায়াল

মেট্রো রেল সূত্রের খবর রাত ১১টায় সেক্টর ফাইভ থেকে মেট্রো ছেড়ে বউবাজারের তলা দিয়ে মহাকরণ পর্যন্ত যাবে মঙ্গলবার।

510
ভোর চারটে পর্যন্ত প্রথম পর্যায়ের ট্রায়াল

ট্রায়াল চলবে মেট্রো রেল সূত্রের খবর ভোর চারটে পর্যন্ত প্রথম পর্যায়ের ট্রায়াল চলবে। দফায় দফায় বউবাজার সুড়ঙ্গ দিয়ে মেট্রো রেল যাতায়াত করবে।

610
চূড়ান্ত সিদ্ধান্ত

এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ।

710
বউবাজারে সমস্যা

বউবাজারে মাটির তলার অংশ পূর্বমুখী সুড়ঙ্গে মেট্রোর পরীক্ষামূলক দৌড় হলেও সেক্টর ফাইভ-হাও়ড়ার দিকে পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ চলছিল।

810
ডিসেম্বরে কাজ শেষ

এই এলাকার সুড়ঙ্গের কাজ ডিসেম্বর মাসে শেষ হয়েছিল। তারপর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে ট্রলি রান করছে।

910
মঙ্গলাবর রাত গুরুত্বপূর্ণ

মঙ্গলবার রাত কলকাতা মেট্রোর জন্য গুরুত্বপূর্ণ। কারণ বউবাজারে সুড়ঙ্গ ধস পড়ে অনেক সময় বন্ধ ছিল কাজ।

1010
কবে থেকে টানা মেট্রো

মোট্রে সূত্রের খবর মঙ্গলবারের ট্রায়াল রান সফল হলে কিছুদিন পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালান হবে। তারপরই কমিশনার অব রেলওয়ে সেফটি বা সিআরএস ছাড়পত্র দিলে যাত্রীদের নিয়ে এই সুড়ঙ্গে মেট্রো চলাচল করবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos