আরজি করের নির্যাতিতার যোনিতে ১৫২ গ্রাম তরল নিয়ে রহস্য অব্যাহত, তারই মধ্যে রায়দান

Published : Jan 19, 2025, 11:14 AM ISTUpdated : Jan 19, 2025, 11:23 AM IST

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণকাণ্ডে একাধিক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। কিন্তু তার মধ্যেই রায় ঘোষণা করে দিল শিয়ালদহ কোর্ট। যারমধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল নির্যাতিতার যোনি থেকে পাওয়া ১৫২ গ্রাম তরল পদার্থ কী? 

PREV
110
আরজি কর রায় নিয়ে প্রশ্ন

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণকাণ্ডে একাধিক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। কিন্তু তার মধ্যেই রায় ঘোষণা করে দিল শিয়ালদহ কোর্ট। যারমধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল নির্যাতিতার যোনি থেকে পাওয়া ১৫২ গ্রাম তরল পদার্থ কী?

210
তরল নিয়ে বিতর্ক

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুণী যোনি থেকে তদন্তকারীরা সংগ্রহ করেছিলেন ১৫১ গ্রাম লিউকিউ। যা নিয়ে আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী বলেছিলেন সেটি বীর্য। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।

310
উত্তর অধরা

আরজি করের নির্যাতিতার যোনি থেকে যে ১৫২ গ্রাম তরল নমুনা সংগ্রহ করা হয়েছিল সেটি কী তার উত্তর কিন্তু এখনও স্পষ্ট করে জানা যায়নি।

410
তার আগেই রায়!

কিন্তু সেই তরল কী ? তা জানার আগেই রায় ঘোষণা করে দিয়েছেন শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস।

510
বীর্য নয়

আগেই ফরেনসিক বিশেষজ্ঞরা স্পষ্ট করে দিয়েছিল আরজি করের নির্যাতিতার শরীরে কোনও বীর্য পাওয়া যায়নি। সিবিআইকে দেওয়া এমআইএমবি-র রিপোর্টেও উল্লেখ করা হয়েছে নির্যাতিতার যোনিতে কোনও বীর্যের চিহ্ন নেই।

610
বিশেষজ্ঞরা বক্তব্য

বিশেষজ্ঞরা সিবিআইকে যে রিপোর্ট দিয়েছিল সেখানে তিনটি কারণের কথা উল্লেখ করেছিল। তারা বলেছিল, ১। অপরাধী কন্ডোম পরে ধর্ষণ করতে পারে, ২। পুরুষাঙ্গের বদলে শরীরে অন্য কোনও অংশ প্রবেশ করান হয়েছিল, ৩। যোনিতে ভোঁতা শক্ত কিছু জোর করে প্রবেশ করান হয়েছিল। যার অর্থ যোনিতে বীর্য পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

710
তাহলে ওটি কী

নির্যাতিতার যোনি থেকে ১৫১ গ্রাম তরল পাওয়া গিয়েছিল সেটি তাহলে কী? এই প্রশ্নের উত্তর রায়দানের পরেও খুঁজছে অনেকে।

810
নির্যাতিতার পরিবারে প্রশ্ন

সম্প্রতি নির্যাতিতার পরিবার শিয়ালদহ আদালতে ৫৭ পাতার লিখিত বক্তব্য জমা দিয়েছিল। সেখানে বলা হয়েছিল একজনের পক্ষ এই ঘটনা ঘটান সম্ভব নয়। হাইকোর্টে তদন্তের দাবিতে আবেদনেও ছিল ১৫১ গ্রাম তরল পদার্থের উল্লেখ।

910
কোথা থেকে এল আর কী

নির্যাতিতার যোনিতে পাওয়া তরল পদার্থ কোথা থেকে এল আর সেটি কী সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। কারণ সঞ্জয় ছাড়াও অন্যের ডিএনএ

1010
সুবর্ণ গোস্বামীর কথা

আরজি কর কাণ্ডে বিচার প্রক্রিয়ায় সংশয় আছে কিনা এই প্রশ্নের উত্তরে সুর্বণ গোস্বামী বলেছেন, 'না, তা মোটেই নয়। আমাদের সংবিধান বলে, হাজার অপরাধী ছাড়া পেয়ে যাক। কিন্তু এক জন নিরপরাধও যাতে সাজা না পায়। মাননীয় বিচারক যে রায় ঘোষণা করেছেন, আইনের মানদণ্ডে নিঃসংশয় হয়েই করেছেন।'

click me!

Recommended Stories