
দিনে দুপুরে গুলি খাস কলকাতায়। বৃহস্পতিবার নিউটাউনের নারায়ণপুরে চলল গুলি। জানা যাচ্ছে নিউটাউনের নারায়ণপুরে ফায়ার ব্রিগেড মোড়ে কয়েকজন বাইক আরোহী এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় আহত হয়েছেন একজন। ইতিমধ্যেই তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর যে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল তাঁর নাম দেবজ্যোতি ঘোষ। প্যারোলে জেল থেকে সদ্যই মুক্তি পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবাড় সন্ধ্যায় শর্ত মেনে থানায় হাজিরা দিতে যাচ্ছিলেন দেবজ্যোতি। সেই সময় বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। রাস্তার উপর জনসমক্ষেই গুলি করা হয় তাঁকে। জানা যাচ্ছে মোট ছ'রাউন্ড গুলি চলেছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দেবজ্যোতি।