
দীপাবলির সময় টানা পাঁচদিন ধরে চলে উৎসব। ধনতেরাস থেকে চলছে উৎসব। চারিদিকে আলোর রোশনাই। গতকাল ছিল কালীপুজো। এবছর দীপাবলিতে শব্দবাজির দাপট দেখা গিয়েছে সর্বত্র। নির্ধারিত সময়সীমা, নিষেধাজ্ঞা- কোনও কিছুর তোয়াক্কা না করেই গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানো হয়। আর এই কারণে কালীপুজোর রাতে ১৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন নিষিদ্ধ বাজি পোড়ানোর অপরাধে গ্রেফতার হয় ১৮৩ জন। প্রতিবারের মতো এবারও কালীপুজোয় কড়া ছিল কলকাতা পুলিশ প্রশাসন। সোমবার নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ১৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ৮৫২ কিলো নিষিদ্ধ শব্দবাজি।
কলকাতার সিপি জানান, ‘অনেকটাই নিয়ন্ত্রণে দূষণ, অন্যান্য বছর কিংবা অন্যান্য মেট্রো শহরের তুলনায় এবছর কলকাতাতে অনেকটাই কম দূষণ। কালকে রাতে কলকাতা শহরে অনেকেই অভিযোগ করেছেন, অ্যাডেড এরিয়া থেকে অনেক অভিযোগ এসেছে। একশো জনের বেশি গ্রেফতার হয়েছে গতকাল আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকালে কলকাতায় এয়ার কোয়ালিটি ইনডেক্স গড়ে ১৬৬। তবে গতকাল রাতে এগারোটা থেকে বারোটার মধ্যে ৩৭৩ ছুয়েছিল কলকাতার দূষণ মাত্রা।’
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যান রুদ্র বলেন, ‘উত্তরে হওয়ার জন্য অন্যান্য রাজ্যের দূষণ পশ্চিমবঙ্গে চলে আসে। এটাও একটা কারণ রাজ্যের দূষণের পরিমাণ বেড়ে যাওয়ার নেপথ্যে। আমরা এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা করছি। দিল্লিতে দূষণের মাত্রা অনেকটাই বেশি হয়ে গিয়েছে, সমুদ্রের পাড়ে অবস্থিত হয়েও মুম্বইয়ের দূষণের মাত্রা অনেকটাই বেশি। সহ- নাগরিকরা আমাদের আবেদনে সাড়া দিচ্ছেন, এটাই ভালো।’
সদ্য প্রকাশ্যে এল এমন খবর। কালীপুজোর দিন গ্রেফতার হয় ১৮৩ জন। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৮৫২ কিলো নিষিদ্ধ শব্দবাজি। দূষণ রোধ করতে এবার আরও কড়া ছিল প্রশাসন।